নামবর অভয়ারণ্য (অসমীয়া: নামবৰ অভয়াৰণ্য) অসমের গোলাঘাটকার্বি আংলং জেলায় অবস্থিত একটি সংরক্ষিত বনাঞ্চল। ৩৭ বর্গকি:মি: জুড়ে বিস্তৃত[2] এই অঞ্চলটি ২০০০ সনের ১৭ জুলাই তারিখে অভয়ারণ্য হিসেবে স্বীকৃতি লাভ করে। এর থেকে গোলাঘাটের দূরত্ব ২৫ কি:মি: ও কাজিরাঙা জাতীয় উদ্যানের দূরত্ব প্রায় ৬৫ কি:মি:।[3][4]

দ্রুত তথ্য নামবর অভয়ারণ্য, অবস্থান ...
নামবর অভয়ারণ্য
আইইউসিএন বিষয়শ্রেণী IV (বাসস্থান/প্রজাতি ব্যবস্থাপনা অঞ্চল)
Thumb
মানচিত্র নামবর অভয়ারণ্যের অবস্থান দেখাচ্ছে
নামবর অভয়ারণ্যের অবস্থান
Thumb
মানচিত্র নামবর অভয়ারণ্যের অবস্থান দেখাচ্ছে
নামবর অভয়ারণ্যের অবস্থান
অবস্থানঅসম, ভারত
নিকটবর্তী শহরগোলাঘাট জেলা ডিফু
স্থানাঙ্ক২৬°২৩′৪৩″ উত্তর ৯৩°৫২′৫৭″ পূর্ব[1]
আয়তন৩৭
স্থাপিত২৭ জুলাই ২০০০
কর্তৃপক্ষপরিবেশ ও বন বিভাগ, আসাম
বন্ধ

জৈব বৈচিত্র

উদ্ভিদ

এখানকার অরণ্যে নানান মুল্যবান গাছ যেমন ভেলু, গমারী, আজার, নাহর, পমা, বনসম ইত্যাদি রয়েছে[3]। তাছাড়াও এখানে ৫১ ধরনের অর্কিড প্রজাতি দেখা যায়।

স্তন্যপায়ী প্রাণী

হাতি, উল্লুক, মুখপোড়া হনুমান, আসামি বানর, লাল বান্দর, চিতাবাঘ, মায়া হরিণ, সম্বর হরিণ, বন্য বরাহ ইত্যাদি।

পাখি

বউ কথা কও, এশীয় কোকিল, লাল বনমোরগ, এশীয় শামুকখোল, মাছরাঙ্গা, চন্দনা, পাতি বটেরা, পাতি তিলিহাঁস, ভীমরাজ, লাল ঘুঘু, ইত্যাদি[3]

সরীসৃপ

অজগরফেঁটিসাপ ইত্যাদি।

আরও দেখুন

তথ্যসূত্র

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.