Loading AI tools
ইতালীয় চিত্রনাট্যকার, চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
জোভান্নি "নান্নি" মোরেত্তি (ইতালীয় ভাষায়: [ˈnanni moˈretti]) (জন্ম: ১৯শে আগস্ট, ১৯৫৩) হলেন একজন ইতালীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার এবং অভিনেতা। তাকে অনেকে ইতালির উডি অ্যালেন হিসেবে আখ্যায়িত করে থাকেন। কারণ উডি অ্যালেনের মতোই তিনি নিজের পরিচালিত সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেন এবং অ্যালেনের মতোই তিনি সূক্ষ্ণ কমেডিয়ান হিসেবে নিজেকে উপস্থাপন করেন। তিনি লা স্তানজা দেল ফিগ্লো চলচ্চিত্রের জন্য ২০০১ সালে কান চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার পাল্ম দর অর্জন করেন।[1] তার ১৯৯৩ সালের সিনেমা কারো দিয়ারিও (প্রিয় ডায়রি) একটি আধুনিক ধ্রুপদী চলচ্চিত্র হিসেবে স্বীকৃত পেয়েছে এবং সর্বকালের সেরা ১০০০টি চলচ্চিত্রের একটি হিসেবে চিহ্নিত হয়েছে।[2] এছাড়া ২০১২ সালের কান চলচ্চিত্র উৎসবে তিনি প্রধান বিচারক হিসেবে মনোনীত হয়েছেন।[3]
সাল | চলচ্চিত্রের শিরোনাম (ইতালীয় নাম) | চলচ্চিত্রের শিরোনাম (বাংলা ভাষায়) | রটেন টম্যাটোস রেটিং[4] | মন্তব্য |
---|---|---|---|---|
১৯৭৬ | Io sono un autarchico | আইও সোনো উন উতারচিচো | — | |
১৯৭৭ | Padre Padrone | পাদ্রে পাদ্রোনে | ৮৬% | |
১৯৭৮ | Ecce bombo | এচ্চে বোম্বো | — | |
১৯৮১ | Sogni d'oro | সোগনি দোরো | — | |
১৯৮৪ | Bianca | বিয়াংকা | — | |
১৯৮৫ | La messa è finita | লা মেসসা ই ফিনিতা | — | |
১৯৯৩ | Caro diario | কারো দিয়ারো | ৫৮% | |
১৯৯৮ | Aprile | আপ্রিলে | — | |
২০০১ | La stanza del figlio | লা স্তানজা দেল ফিগ্লো | ৮৪% | |
২০০৬ | Il caimano | ইল কাইমানো | ৩৯% | |
২০১১ | Habemus Papam | হাবেমুস পাপাম | ৬৪% | |
২০১৬ | Mia Madre | মিয়া মাদ্রে | ৮৭% |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.