Remove ads
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
নাগাল্যান্ড ক্রিকেট দল ভারতীয় ঘরোয়া ক্রিকেটে নাগাল্যান্ড রাজ্যের প্রতিনিধিত্ব করে থাকে। জুলাই ২০১৮-এ, বিসিসিআই কর্তৃক নাগাল্যান্ড দলকে রঞ্জিতে ও বিজয় হাজারে ট্রফিতে অংশ নেবার সুযোগ দেওয়া হয়।[২][৩][৪]
কর্মীবৃন্দ | |
---|---|
অধিনায়ক | রংসেন জোনাথন |
কোচ | কানওয়ালজিৎ সিং[১] |
মালিক | নাগাল্যান্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন |
দলের তথ্য | |
স্বাগতিক মাঠ | নাগাল্যান্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম |
ইতিহাস | |
প্রথম শ্রেণী অভিষেক | মিজোরাম ২০১৮ সালে নাগাল্যান্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম, সোভিমা |
দাপ্তরিক ওয়েবসাইট | নাগাল্যান্ড ক্রিকেট |
তারা ২০১৮/১৯ বিজয় হাজারে ট্রফির প্রথম ম্যাচ বিহারের বিপক্ষে ৮ উইকেটে হেরে যায়।[৫][৬] সেই মরসুমে মোট আটটি ম্যাচে ৫টি জয় পেয়ে প্লেট গ্রুপে চতুর্থ স্থান লাভ করে নাগাল্যান্ড।[৭][৮]
সেই মরসুমের রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে মিজোরামকে তারা এক ইনিংস সহ ৩৩৩ রানে হারিয়ে দেয়।[৯][১০] এটি ছিল রঞ্জিতে কোনো দলের অভিষেক ম্যাচের সর্বোচ্চ জয়।[১১] মরসুম শেষে তারা গ্রুপে ৭ম স্থানে থাকে (৮ ম্যাচে ২টি জয়)।[১২]
সেই মরসুমে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে একটাও ম্যাচ জিততে পারেনি নাগাল্যান্ড।[১৩][১৪]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.