Loading AI tools
আসাম রাজ্যের একটি জেলা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
নলবাড়ি জেলা (অসমীয়া: নলবাৰী জিলা) আসামের একটি প্রশাসনিক জেলা।
নলবাড়ী জেলা নলবাৰী জিলা | |
---|---|
District | |
Nalbari district's location in Assam | |
Country | India |
State | Assam |
Headquarters | Nalbari |
সময় অঞ্চল | IST |
ওয়েবসাইট | http://nalbari.nic.in/ |
জেলাটির আয়তন হচ্ছে ৯৯৯.৯০ বৰ্গ কি.মি.।[1] ২০০১ সনের লোকগণনা মতে জিলার মোট জনসংখ্যা ১১৩৮১৮৪ জন।[1][2] বার্ষিক বৃষ্টিপাত হচ্ছে ১৫০০ মিঃমিঃ এবং গড় আর্দ্রতা ৮০%।
জেলার দক্ষিণ দিকে ব্রহ্মপুত্র নদ বয়ে গেছে। অন্যান্য প্ৰধান নদী হ'ল পাগলদিয়া, নোনা, বরলীয়া, বুঢ়াদিয়া, টিহু।[2]
২০১১ সনের লোকগণনা অনুসারে নলবাড়ি জেলার জনসংখ্যা ৭৬৯,৯১৯ জন; এর মধ্যে পুরুষ ৩৯৫,৮০৪ জন এবং মহিলা ৩৭৪,১১৫ জন। মহিলার সংখ্যা প্ৰতি ১০০০ পুরুষের বিপরীতে ৯৪৫ জন। জন-ঘনত্ব প্ৰতি বৰ্গ কি.মি.-এ ৭৬৩ জন। দশ বছরে জনসংখ্যা বৃদ্ধির হার ১১.৭৪%। স্বাক্ষরতার হার ৭৩.৮৫%।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.