নগর চ্যাংড়াবান্ধা
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
চ্যাংড়াবান্ধা ভারতের পূর্বপ্রান্তে অবস্থিত পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলাতে অবস্থিত একটি জনগণনা নগর৷ এটি একটি সীমান্তবর্তী শহর৷
নগর চ্যাংড়াবান্ধা | |
---|---|
জনগণনা নগর | |
চ্যাংড়াবান্ধার অবস্থান | |
স্থানাঙ্ক: ২৬.৪১১৪° উত্তর ৮৮.৯২২৪° পূর্ব | |
রাষ্ট্র | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
ভারতের জেলাসমূহের তালিকা | কোচবিহার |
আয়তন | |
• মোট | ১.৯৭ বর্গকিমি (০.৭৬ বর্গমাইল) |
উচ্চতা | ২৬ মিটার (৮৫ ফুট) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৪,৪৮৩ |
• জনঘনত্ব | ২,৩০০/বর্গকিমি (৫,৯০০/বর্গমাইল) |
ভাষা | |
• সরকারি | বাংলা[১][২] |
• সহসরকারি | ইংরেজি[১] |
সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০) |
পিন | ৭৩৫৩০১ |
যানবাহন নিবন্ধন | WB (ডব্লু বি) |
ওয়েবসাইট | coochbehar |
ভূগোল
চ্যাংড়াবান্ধা শহরটি কোচবিহার জেলার মেখলিগঞ্জ মহকুমার মেখলিগঞ্জ ব্লকের অন্তর্ভুক্ত৷ এটি ধরলা নদীর তীরে অবস্থিত৷ শহরটি মেখলিগঞ্জ থানার অন্তর্গত এবং এটি কোচবিহার জেলার একটি স্থলসীমান্ত বন্দর, যা বাংলাদেশ সংলগ্ন৷
জনতত্ত্ব
২০১১ খ্রিষ্টাব্দের ভারতের জনগণনা অনুসারে নগর চ্যাংড়াবান্ধা শহরের জনসংখ্যা ৪৪৮৩ জন, যার মধ্যে ২২৫১ জন পুরুষ ও ২২৩২ জন নারী৷ প্রতি হাজার পুরুষে ৯৯২ জন নারী৷ ৬ বছর অনুর্দ্ধ ৪৮৯ জন শিশু, যা সমগ্র জনসংখ্যার ১০.৯১ %৷ ৬ বছরোর্দ্ধ জনসংখ্যার ৭৯.৪২% অর্থাৎ ৩১৭২ জন সাক্ষর৷[৩]
পরিবহন
চ্যাংড়াবান্ধা শহরটি একটি স্থলবন্দর৷ ১২এ নং রাজ্য সড়ক এবং ১৬ নং রাজ্য সড়কটি এই শহরে অবস্থিত৷ এছাড়া আন্তর্জাতিক বাণিজ্যের জন্য শহরটি জেলাসদর সহ বিভিন্ন অন্যান্য গুরুত্বপূর্ণ শহরের সাথে যুক্ত৷ নিকটবর্তী রেলস্টেশন দুটি হলো চ্যাংড়াবান্ধা রেলওয়ে স্টেশন এবং নিউ চ্যাংড়াবান্ধা রেলওয়ে স্টেশন৷
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.