উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ধীরেন বসু (১৯৩০ - ২৯ ডিসেম্বর ২০০৬) ছিলেন বিশিষ্ট বাঙালি সঙ্গীত শিল্পী। [1]
ধীরেন বসু | |
---|---|
জন্ম | ১৯৩০ বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত |
মৃত্যু | ২৯ ডিসেম্বর ২০০৬ কলকাতা পশ্চিমবঙ্গ ভারত |
ধরন | নজরুলগীতি |
পেশা | কণ্ঠশিল্পী |
ধীরেন বসু বিশ শতকের আটের দশকে নজরুলগীতির অত্যন্ত জনপ্রিয় শিল্পী ছিলেন। তৎকালীন সময়ে কলেজ পড়ুয়াদের অনুষ্ঠানে তার ছিল এক স্বতন্ত্র নাম। তিনি রবীন্দ্রসঙ্গীত ও বাংলা আধুনিক গানেও সাবলীল ছিলেন। সমৃদ্ধ করেছেন বাংলা গানের জগত। তবে নজরুলগীতির বিশিষ্ট শিল্পী হিসাবেই দুই বাংলায় জনপ্রিয ছিলেন।
শিল্পী ধীরেন বসুর কণ্ঠে গীত জনপ্রিয় কয়েকটি গান-
কাজী নজরুল ইসলামকে স্মরণে রেখে কলকাতায় পঞ্চাশের দশকে রূপমঞ্জরী গঠিত হলে ধীরেন বসু তার সভাপতি হন।[2]
ধীরেন বসু ২০০৬ খ্রিস্টাব্দের ২৭ ডিসেম্বর এক ব্যাপক হৃদরোগে আক্রান্ত হলে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়, কিন্তু ২৯ ডিসেম্বর শুক্রবার রাত্রি সাড়ে এগারোটায় ৭৬ বৎসর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন[3]
Seamless Wikipedia browsing. On steroids.