দ্রাস নদী
ভারতের নদী উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
দ্রাস নদী (উর্দু: دراس ندی) ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের কার্গিল জেলায় অবস্থিত একটি নদী।
দ্রাস নদী | |
নদী | |
দ্রাস নদী | |
দেশ | ভারত |
---|---|
রাজ্য | জম্মু ও কাশ্মীর |
অঞ্চল | লাদাখ |
জেলা | কার্গিল |
উৎস | ৩৪.২৭২৩০৩° উত্তর ৭৫.৫২৯৮৩২° পূর্ব |
- অবস্থান | মাচোই হিমবাহ |
- উচ্চতা | ৪,৪০০ মিটার (১৪,৪৩৬ ফিট) |
মোহনা | ৩৪.৫৯২৬৮৫° উত্তর ৭৬.১২২২৭১° পূর্ব |
- অবস্থান | খারুলে সুরু নদীর সাথে মিলিত হয় |
- উচ্চতা | ৩,৬১৮ মিটার (১১,৮৭০ ফিট) |
দৈর্ঘ্য | ৮৬ কিলোমিটার (৫৩ মাইল) |
প্রবাহ | |
- গড় | ২১২ m³/s (৭,৪৮৭ ft³/s) |
ভূগোল
দ্রাস নদী শ্রীনগর থেকে ১২০ কিমি (৭৫ মা) ও সোনমার্গ থেকে ২৬ কিমি (১৬ মা) পূর্ব দিকে অবস্থিত মাচোই হিমবাহ থেকে উৎপত্তি লাভ করে। [১][২] এরপর এই নদী উত্তরপূর্ব দিকে ১ডি নং জাতীয় সড়কের সমান্তরালে প্রবাহিত হয়ে দ্রাস উপত্যকা তৈরী করে। [২] এই উপত্যকায় এই নদীর সাথে মাশকো উপত্যকার হিমবাহে উৎপন্ন হওয়া মাশকো নালা ও গাম্রু নালা মেশে। [৩] খার্বুতে দ্রাস নদীর সাথে শিঙ্গো নদী মিশে দ্রাস নদীর আয়তন দ্বিগুণ হয়।[২][৪] এই নদী মাতায়ান, খার্বু, কাকশার ও দ্রাস শহরের পাশ দিয়ে প্রবাহিত হয়ে [৫] কার্গিল শহরের ৭ কিমি (৪.৩ মা) উত্তরে খারুলে দ্রাস নদী সুরু নদীর সাথে মিলিত হয়। [২][৬]
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.