দৌলতখান পৌরসভা
ভোলা জেলার একটি পৌরসভা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ভোলা জেলার একটি পৌরসভা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
দৌলতখান পৌরসভা বাংলাদেশের ভোলা জেলার অন্তর্গত দৌলতখান উপজেলার একটি নগরভিত্তিক স্থানীয় সরকার সংস্থা। ১৯৯৮ সালে পৌরসভাটি প্রতিষ্ঠিত হয়। [১] এটি একটি ‘‘খ’’ শ্রেনীর পৌরসভা। [২]
দৌলতখান পৌরসভা | |
---|---|
স্থানীয় সরকার | |
ইতিহাস | |
শুরু | ১৯৯৮ |
নতুন অধিবেশন শুরু | ২০ ফেব্রুয়ারি ২০১১ |
নেতৃত্ব | |
মেয়র | মোঃ বাকির হোসেন তালুকদার, বাংলাদেশ আওয়ামী লীগ |
নির্বাচন | |
এফপিটিপি | |
সর্বশেষ নির্বাচন | ১৩ জানুয়ারি ২০১১ |
সভাস্থল | |
দৌলতখান পৌরসভা কার্যালয় |
১৯৯৮ সালে ‘‘গ’’ শ্রেণীর পৌরসভা হিসেবে দৌলতখান পৌরসভা প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ২০১১ সালের ১১ সেপ্টেম্বর এটি “খ” শ্রেণীতে উন্নীত হয়। [৩]
দৌলতখান পৌরসভার আয়তন ২.৫০ বর্গ কিলোমিটার। [৪] এর উত্তরে চরপাতা ইউনিয়ন, পূর্বে ভবানীপুর ইউনিয়ন, দক্ষিণে সৈয়দপুর ইউনিয়ন এবং পশ্চিমে চরখলিফা ইউনিয়ন অবস্থিত। ৯ টি ওয়ার্ড নিয়ে এ পৌরসভাটি গঠিত। এ ৯টি ওয়ার্ডে ৯জন সাধারণ আসনের ওয়ার্ড কাউন্সিলর এবং ৩ জন সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর নির্বাচিত হন। মাননীয় মেয়র ও সম্মানিত কাউন্সিলরগণ জনগনের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম দৌলতখান থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ১১৬নং নির্বাচনী এলাকা ভোলা-২ এর অংশ।
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী দৌলতখান পৌরসভার মোট জনসংখ্যা ১৬,৭২৮ জন। এর মধ্যে পুরুষ ৮,৫৩৫ জন এবং মহিলা ৮,১৯৩ জন। মোট পরিবার ৩,২৩০টি।[৫]
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী দৌলতখান পৌরসভার সাক্ষরতার হার ৪৮.১%।[৫]
শিক্ষার জন্য দৌলতখান পৌর এলাকায় ২টি ডিগ্রী কলেজ, ৪টি মাধ্যমিক বিদ্যালয়, ৭টি প্রাথমিক বিদ্যালয়, ৭টি মাদ্রাসা, ৩টি কিন্ডারগার্টেন সহ আরো বেশকিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। [৪]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.