দেশ বা অঞ্চল অনুযায়ী সমকামী অধিকার
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
সমকামিনী, সমকামী, উভকামী এবং হিজড়াদের অধিকার হচ্ছে একটি দেশের নাগরিকদেরকে দেওয়া একটি অধিকার যেটিতে সমকামিনী, সমকামী, উভকামী এবং হিজড়া ব্যক্তিবর্গদেরকে বিষমকামীদের মতই সুযোগ-সুবিধা যেমন স্বাধীন ভাবে চলাফেরা করা, প্রেম করার অধিকার, বিয়ে করার অধিকার, সন্তান নেওয়ার অধিকার (দত্তক), বাসা ভাড়া/কেনার অধিকার, চাকরি করার অধিকার, সর্বোপরি এই ধরনের মানুষদেরকে সমাজের স্বাভাবিক কাতারে মিলিয়ে দেওয়াটাই হচ্ছে সমকামিনী, সমকামী, উভকামী এবং হিজড়াদের অধিকার।[১][২]

সমলিঙ্গীয়-সঙ্গম অবৈধ | |||
| ক্ষীণ শাস্তি | | দৃষ্টান্তমূলক শাস্তি |
| মৃত্যুদণ্ড | | যাবজ্জীবন কারাদণ্ড |
সমলিঙ্গীয়-সঙ্গম বৈধ | |||
| প্রকাশ নিষেধ | | বিদেশীদের ক্ষেত্রে সীমিতভাবে স্বীকৃত |
| বিবাহ নয় তবে অন্যভাবে সম্পর্ক স্বীকৃত | | বিশেষ ক্ষেত্রে স্বীকৃত |
| সমলিঙ্গ-বিবাহ স্বীকৃত | | সমলিঙ্গ বিবাহ স্বীকৃত, অপ্রতুল |
| সমকামিতা স্বীকৃত, সমলিঙ্গ বিবাহ স্বীকৃত নয় | | সীমিতভাবে স্বীকৃত |
বিস্তারিত চিত্র দেখতে ছবিতে ক্লিক করুন।
উল্লেখ্য, ২০২১-এর হিসাব অনুযায়ী[হালনাগাদ], ২৯টি দেশ সমলিঙ্গ বিবাহকে স্বীকৃতি দিয়েছে, এগুলো হল: আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বেলজিয়াম, ব্রাজিল, কানাডা, কলম্বিয়া, কোস্টারিকা, ডেনমার্ক, ইকুয়েডর, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, মাল্টা, মেক্সিকো, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নরওয়ে, পর্তুগাল, দক্ষিণ আফ্রিকা, স্পেন, সুইডেন, তাইওয়ান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং উরুগুয়ে। অপরদিকে, ২০১৯-এর হিসাব অনুযায়ী ১৪টি দেশ সমকামিতার জন্য মৃত্যুদণ্ড জারি করেছে। এগুলো হল আফগানিস্তান, ব্রুনাই, ইরান কাতার, সৌদি আরব, সুদান, ইয়েমেন, সংযুক্ত আরব আমিরাত, এবং নাইজেরিয়া সোমালিয়া, সিরিয়া ও ইরাকের কিছু অংশ। [৩]
সমকামী অধিকার সম্পর্কিত আইন
সারাংশ
প্রসঙ্গ
একেক দেশে এই অধিকার বিষয়ক আইন একেক রকম। কোনো কোনো দেশে সমকামিতা বৈধ হলেও সমকামীদের বিভিন্ন অধিকার এবং সুযোগ দেওয়া হয়না। তাছাড়া নিম্নলিখিত আইনগুলো বহাল আছে অনেক দেশেইঃ
- সডোমী আইন যেটি যে কোনো প্রকারের পায়ুকামকে অবৈধ বলে সেটা সমকামের ক্ষেত্রে হোক আর বিষমকামের ক্ষেত্রে হোক, সমকামীরা যারা পায়ুকাম করেন তারা এই আইনের কবলে পড়ে যাবেন এবং সাজা ভোগ করবেন।
- সম-লিঙ্গের মানুষদেরকে একসাথে থাকতে না দেওয়া, বিয়ে করার অনুমতিও না দেওয়া, রাষ্ট্রীয় আইনে বিয়ে বলতে শুধু একজন পুরুষ এবং একজন নারীর মধ্যকার একসঙ্গে থাকা এবং যৌনতা বোঝালে সমকামীরা বিপদে পড়ে যাবেন, হয় তাদেরকে লুকিয়ে লুকিয়ে থাকতে হবে কিংবা বাধ্য হয়ে বিপরীত লিঙ্গের একজন একজন মানুষকে বিয়ে করতে হয়।
- সমকামীদেরকে বাচ্চা দত্তক নিতে দেওয়া হয়না, হিজড়ারাও একই কাতারে পড়েন অর্থাৎ তারাও বাচ্চা দত্তক নিতে পারবেননা।
- সমকামী যুগল হিসেবে কেউ বাসা ভাড়া নিতে পারবেননা বা চাকরি পাবেননা, তবে যুগল পরিচয় ছাড়া চাকরি পাওয়া যেতে পারে।
- গণ শৌচাগারে বা যে কোনো পাবলিক জিনিশ ব্যবহারে সমকামীরা যুগল পরিচয় দিতে পারবেননা এবং হিজড়ারাও একই কাতারে পড়বেন।
- 'ঘৃণা আইন' নাও থাকতে পারে, আবার থাকলেও সমকামী/হিজড়ারা এর অন্তর্ভুক্ত নাও হতে পারেন।
- জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টে সমকামী পরিচয় দেওয়া যাবেনা, হিজড়ারাও একই কাতারে পড়বেন।
- সমকামী/হিজড়াদের রক্তদানের অনুমতি নাও থাকতে পারে।
উপরে বর্ণিত আইনসমূহ থাকা মানেই যে সমকাম করা যাবেনা সেটা নয়, সমকাম অবশ্যই করা যাবে তবে তা শুধু কাম হিসেবেই থাকতে হবে, যেমনঃ শখের বসে কোনো বন্ধুর সঙ্গে, কিন্তু সম-লিঙ্গের কোনো মানুষকে সারা জীবনের জন্য সঙ্গী বানানো যাবেনা।[৪]
মহাদেশ অনুযায়ী সমকামিতা অধিকার
সারাংশ
প্রসঙ্গ
আমেরিকা
List of countries or territories by LGBT rights in the Americas | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ছক:
উত্তর আমেরিকা
মধ্য আমেরিকা
ক্যারিবীয়
দক্ষিণ আমেরিকা
|
এশিয়া
List of countries or territories by LGBT rights in Asia |
---|
টেমপ্লেট:এশিয়ায় সমকামীদের অধিকারের ছক |
ইউরোপ
List of countries or territories by LGBT rights in Europe |
---|
টেমপ্লেট:ইউরোপে সমকামীদের অধিকারের ছক |
ওশেনিয়া
List of countries or territories by LGBT rights in Oceania |
---|
টেমপ্লেট:ওশেনিয়ায় সমকামীদের অধিকারের ছক |
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.