Loading AI tools
পৃথিবীতে বৌদ্ধ ধর্মাবলম্বী উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
বৌদ্ধ জনসংখ্যা বলতে বিশ্বে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সংখ্যা বোঝায়। ২০১০-এ পরিচালিত এক জরিপ অনুযায়ী বর্তমানে পৃথিবীর জনসংখ্যা প্রায় ৭৫৫ কোটি যার মধ্যে বৌদ্ধদের সংখ্যা প্রায় ৪৮.৮ কোটি,[1] ৪৯.৫ কোটি,[2] অথবা ৫৩.৫ কোটি[3] অর্থাৎ বর্তমান বিশ্বে মোট জনসংখ্যার প্রায় ৭ শতাংশ বৌদ্ধ।
অঞ্চল | আনুমানিক মোট জনসংখ্যা | আনুমানিক বৌদ্ধ জনসংখ্যা | শতকরা |
---|---|---|---|
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল | ৪,০৫৪,৯৯০,০০০ | ৪৮১,২৯০,০০০ | ১১.৯% |
উত্তর আমেরিকা | ৩৪৪,৫৩০,০০০ | ৩,৮৬০,০০০ | ১.১% |
ইউরোপ | ৭৪২,৫৫০,০০০ | ১,৩৩০,০০০ | ০.২% |
মধ্যপ্রাচ্য-উত্তর আফ্রিকা | ৩৪১,০২০,০০০ | ৫০০,০০০ | ০.১% |
লাতিন আমেরিকা-ক্যারিবীয় | ৫৯০,০৮০,০০০ | ৪১০,০০০ | <০.১% |
সর্বমোট | ৬,৮৯৫,৮৯০,০০০ | ৪৮৭,৫৪০,০০০ | ৭.১% |
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
দেশ | আনুমানিক বৌদ্ধ জনসংখ্যা | রাষ্ট্রীয় মোট জনসংখ্যার শতাংশ | মোট বৌদ্ধ জনগোষ্ঠীর শতাংশ |
---|---|---|---|
চীন | ২৪৪,১৩০,০০০ | ১২% | ৫০.১% |
থাইল্যান্ড | ৬৪,৪২০,০০০ | ৯৪% | ১৩.২% |
জাপান[1][4] | ৪,৫৮,২০,০০০ | ৩৬.৩% | ৯.৪% |
মিয়ানমার | ৩৮,৪১০,০০০ | ৮৮.৭% | ৭.৯% |
শ্রীলঙ্কা | ১,৪৪,৫০,০০০ | ৭০.২% | ৩.০% |
ভিয়েতনাম | ১৪,৩৮০ | ১৪.৯% | ২.৯% |
কম্বোডিয়া | ১,৩৬,৯০,০০০ | ৯৬.৯% | ২.৮% |
দক্ষিণ কোরিয়া | ১১,০৫০,০০০ | ২২.৯% | ২.৩% |
ভারত | ৮,৮৫০,০০০ | ০.৭% | ১.৯% |
মালয়েশিয়া | ৫,০১০,০০০ | ১৯.৮% | ১.০% |
দশটি দেশের সর্বমোট | ৪৬০,৬১০,০০০ | (দশটি দেশের মোট জনসংখ্যার শতাংশ) ১৫.৩% | ৯৪.৬% |
Subtotal for the rest of the world | ২৬,৯৩০,০০০ | (% of rest of world population) ০.৪% | ৫.৫% |
বৈশ্বিক সর্বমোট | ৪৮৭,৫৪০,০০০ | ৬.৬% | ১০০% |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.