দেবিদ্বার উপজেলা
কুমিল্লা জেলার একটি উপজেলা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
কুমিল্লা জেলার একটি উপজেলা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
দেবিদ্বার বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত একটি উপজেলা। দেবিদ্বার গোমতী নদী তীরে অবস্থিত কুমিল্লা জেলার অন্তর্ভুক্ত একটি নগরী। দেবিদ্বার পৌর শহরের আয়তন ৪.৩২ বর্গ কিলোমিটার এবং দেবিদ্বার শহর হলো একটি বিস্তৃত শহর। দেবিদ্বার শহরটি কুমিল্লা বিভাগের একটি প্রস্তাবিত জেলা। কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশেই অবস্থিত শহরটি।
দেবিদ্বার | |
---|---|
উপজেলা | |
![]() মানচিত্রে দেবিদ্বার উপজেলা | |
স্থানাঙ্ক: ২৩°৩৫′৪৫″ উত্তর ৯০°৫৯′৩১″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কুমিল্লা জেলা |
বাংলাদেশের জাতীয় সংসদ | ২৫২ কুমিল্লা-৪ |
আয়তন | |
• মোট | ২৩৯.১৪ বর্গকিমি (৯২.৩৩ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[১] | |
• মোট | ৪,২৭,৯১৩ |
• জনঘনত্ব | ১,৮০০/বর্গকিমি (৪,৬০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৬৫% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ২০ ১৯ ৪০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
এ ইউনিয়নের আয়তন ২৩৯.১৪ বর্গ কিলোমিটার। জেলা সদর হতে এ ইউনিয়নের দূরত্ব ২৯ কিঃমিঃ। দেবিদ্বার উপজেলার উত্তরে মুরাদনগর উপজেলা, দক্ষিণে চান্দিনা উপজেলা, পূর্বে বুড়িচং উপজেলা ও ব্রাহ্মণপাড়া উপজেলা, পশ্চিমে মুরাদনগর উপজেলা।
দেবিদ্বারে অন্তর্ভুক্ত বর্তমানে ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম দেবিদ্বার থানার আওতাধীন।
কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা ১৩টি ইউনিয়ন নিয়ে ১৯১৭ সালের ১৫ জুলাই প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠিত বছরের ৩ মাস পর ২১ সেপ্টেম্বর গেজেট বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর ১৯১৮ সালের ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে দেবিদ্বার থানার কার্যক্রম চালু হয়।
এ উপজেলার নামকরণ নিয়ে তিনটি ভিন্ন মত প্রচলিত আছে। সপ্তদশ শতাব্দীর শেষ ভাগে অবিভক্ত দিনাজপুর জেলার ভাটটুরিয়ার দেবীকোটের রাজ পরিবারের ভ্রাতৃকলহে বানরাজা এ অঞ্চলে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। বানরাজা ‘দেবীকোট’ থেকে আসায় দেবীকোটের নামানুসারে কালক্রমে দেবীকোট থেকে আজকের দেবিদ্বারের নামকরণ করা হয়েছে।
এক্ষেত্রে ভিন্ন কথাও রয়েছে অষ্টাদশ শতাব্দীর প্রথমভাগে ব্রিটিশ শাসনামলে ব্রিটিশ ক্যাপ্টেন জন ডেভিড ত্রীপুরার চিতনা নামক স্থান থেকে একটি নৌবহর নিয়ে গোমতী নদী পথে ঢাকা যাওয়ার সময় বর্তমান দেবিদ্বারের ভিংলাবাড়ি নামক স্থানে বানরাজার সৈন্যদের সাথে ক্যাপ্টেন ডেভিড তার সৈন্যদের নিয়ে যুদ্ধে জড়িয়ে পড়েন। এ সময় এ যুদ্ধের নাম ডেভিড ওয়ার (ডেভিড যুদ্ধ) নামে পরিচিতি লাভ করে। পরবর্তীতে ওই নামানুসারে ডেভিড ওয়ার থেকে আজকের দেবিদ্বার নামে পরিচিতি লাভ করে।
৩য় মতাদর্শীদের মতে যতদূর জানা যায় এ উপজেলা সদরে বহু দেব-দেবীর পূজা অর্চনা হতো। ফলশ্রম্নতিতে এ উপজেলার নামকরণ হয় দেবিদ্বার।
২০২২ সালের বাংলাদেশের জনশুমারি ও গৃহগণনা অনুসারে এ ইউনিয়নের মোট জনসংখ্যা ৪৭১৯১৭ জন। পুরুষ ২১৮৬৭১ জন ও মহিলা ২৫৩২৪৬ জন।
এ ইউনিয়নের শিক্ষার হার: ৬৫%।
এই এলাকার অর্থনীতির প্রধান খাত হচ্ছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। এই এলাকার প্রায় প্রতি ঘর থেকে ২/৩ জন করে প্রবাসে আছে। কৃষি ও মৎস্য অন্যতম খাত। প্রভাতী ফিসারিজ বড়শালঘড়, দেবিদ্বার মৎস্য খামার সহ আরও অনেক মৎস্য খামার বিদ্যমান। কেবল বড়শালঘর ১ নম্বর বাস স্টেশন সংচাইল প্রভাতী ফিশারিজ লিমিটেড (সংচাইল) থেকে প্রতিদিন ৪০ টন মাছ সিলেট, চট্টগ্রাম ও ঢাকায় পাঠানো হয়।
Seamless Wikipedia browsing. On steroids.