Loading AI tools
হিন্দু সাহিত্যে ঋষিদের চারটি শ্রেণির একটি উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
দেবর্ষি (সংস্কৃত: देवर्षि) অর্থ 'আকাশীয় ঋষি'; এটি ঋষিদের চারটি শ্রেণির একটি, অন্য তিনটি হচ্ছে – ব্রহ্মর্ষি, রাজর্ষি[1] ও মহর্ষি। রাজর্ষিগণ ছিলেন সেই ক্ষত্রিয় রাজা যারা ঋষির মর্যাদা লাভ করেছিলেন; ঋষি ও ব্রহ্মর্ষির মধ্যে পার্থক্য ছিল তপস্যা ও সিদ্ধির মাত্রা এবং তাদের জীবনকাল।[2] মহর্ষিগণ হলেন ঋষিশ্রেষ্ঠ।[3]
বায়ুপুরাণ অনুসারে, ঋষি শব্দটির মূল ঋষ, যা গতি (জ্ঞান), শ্রবণসত্য ও তপস্যা অর্থে ব্যবহৃত হয় এবং দেবর্ষির চিহ্ন দেয়।[4] এটি বলে যে স্বর্গীয় অঞ্চলে বসবাসকারী দ্রষ্টাদের আশীর্বাদ করা দেবর্ষি হিসাবে পরিচিত হওয়া উচিত এবং এছাড়াও যারা অতীত, বর্তমান ও ভবিষ্যতের জ্ঞান ও সত্যের কঠোর আনুগত্য দ্বারা আলাদা; তারা মন্ত্রের উদ্ঘাটক এবং তাদের সিদ্ধির (অলৌকিক ক্ষমতা) গুণে সর্বত্র অবাধ প্রবেশাধিকার রয়েছে। একই পাঠ্যের আগে বলা হয়েছে যে ধর্মের দুই পুত্র, নর ও নারায়ণ; ক্রতুর ছেলেরা, সম্মিলিতভাবে বলখিল্যা নামে পরিচিত; কর্দমা, পুলহ এর পুত্র; পর্বত, নারদ ও কশ্যপের দুই পুত্র, অসীত ও বতসর - কে দেবর্ষি বলা হয়, কারণ তারা এমনকি মহাকাশীয়দের উপর নিয়ন্ত্রণ করতে পারে।[5]
देवर्षी धर्मपुत्रौ तु नरनारायणावुभौ।
वालखिल्याः क्रतोः पुत्राः कर्दमः पुलहस्य तु।।
पर्वतो नारदश्चैव कश्यपस्यात्मजावुभौ।
ऋषन्ति देवान् यस्मात्ते तस्माद्देवर्षयः स्मृताः।।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.