Remove ads
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
দেউরি স্বায়ত্তশাসিত পরিষদ (ডিএসি) হল ভারতের আসাম রাজ্যের একটি স্বায়ত্তশাসিত জেলা পরিষদ ।
দেউরি
স্বায়ত্তশাসিত পরিষদ | |
---|---|
ধরন | |
ধরন | |
নেতৃত্ব | |
প্রধান নির্বাহী পরিষদ | মাধব দেউরি [১] |
আসন | ২০ পরিষদ |
নির্বাচন | |
১৮টি কেন্দ্র | |
২ জন মনোনীত | |
সভাস্থল | |
নারায়ণপুর | |
ওয়েবসাইট | |
https://www.dacassam.org.in/ |
দেউরি স্বায়ত্তশাসি পরিষদ ২০০৫ সালে আসম সরকার এবং দেউড়ি জনগণের প্রতিনিধিদের মধ্যে একটি চুক্তির পরে প্রতিষ্ঠিত হয়েছিল। [২] দেউরি পরিষদের প্রথম নির্বাচন ২০০৭ সালে অনুষ্ঠিত হয়েছিল।
দেউরি স্বায়ত্তশাসিত পরিষদের ২০ জন সদস্য রয়েছে যার মধ্যে ১৮ জন নির্বাচিত হন এবং ২ জন আসাম সরকার দ্বারা মনোনীত হন। নির্বাচিত আসনের মধ্যে নয়টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের জন্য এবং তিনটি মহিলাদের জন্য সংরক্ষিত রয়েছে। পরিষদের নেতৃত্বে একজন প্রধান নির্বাহী পরিষদ বর্তমানে মাধব দেউরি। [৩]
এই গ্রামে দশ সদস্যের একটি পরিষদ নির্বাচন করে যার মধ্যে কমপক্ষে পাঁচ জন অবশ্যই দেউরি সম্প্রদায়ের এবং কমপক্ষে একজন মহিলা। প্রতিটি গ্রাম পরিষদ নেতৃত্বে থাকে একজন রাষ্ট্রপতি। [৩]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.