Loading AI tools
ভারতীয় বাঙালি অভিনেতা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
দুলাল লাহিড়ী একজন বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা ও পরিচালক।[1] তিনি অসংখ্য বাংলা চলচ্চিত্র এবং টিভি সিরিজে হাজির হয়েছেন। ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত ও তার পরিচালিত বাংলা টিভি সিরিজ সিনেমাওয়ালা (১৯৯৩) প্রশংসা পেয়েছিল।[2] তিনি শ্রীলেখা মিত্রকে তাঁর পরিচালিত ‘বালিকার প্রেম’ এর মাধ্যমে অভিনয়ে নিয়ে আসেন। [3]
বছর | ধারাবাহিক | ভূমিকা | চ্যানেল |
---|---|---|---|
২০০৫-২০০৭ | Ekdin Pratidin | গুরুদেব | জি বাংলা |
২০১১-২০১২ | Kanakanjali | রুদ্র মিত্র | জি বাংলা |
২০১২-২০১৩ | Care Kori Na | ডাঃ সুবল মজুমদার | স্টার জলসা |
২০১৬-২০১৭ | Membou | শিবনাথ লাহিড়ী | স্টার জলসা |
২০২০-২০২২ | মোহর | অনন্তদেব রায় চৌধুরী | স্টার জলসা |
২০২০-২০২২ | খড়কুটো | সিদ্ধেশ্বর মুখোপাধ্যায় | স্টার জলসা |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.