দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিঃ
বাংলাদেশে ব্যাংকনোট ও সরকারি ডাকটিকিটের প্রধান ছাপাখানা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিঃ (অর্থ: নিরাপত্তা মুদ্রণ সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান (বাংলাদেশ) লিঃ) হল বাংলাদেশে ব্যাংকনোট ও সরকারি ডাকটিকিটের প্রধান ছাপাখানা।[১][২][৩] ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি বাংলাদেশ ব্যাংকের একটি প্রকল্প হিসেবে কার্যক্রম শুরু করে। ১৯৯২ সালের এপ্রিল থেকে, এটি দেশের উপস্থিত আইনের আওতাধীন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে কাজ শুরু করে।[৪][৫] এটি আন্তর্জাতিক সরকারি ছাপাখানা সমিতির নিয়মিত সদস্য। নেপালসহ আরও বহু দেশ এর চাররঙা উন্নত ডাকটিকিটের ক্রেতা।[৬] এটি বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত একটি অতি নিরাপত্তামূলক কেপিআই-১ (এ) (কি পয়েন্ট ইন্সটলেশন) মর্যাদা সম্পন্ন প্রতিষ্ঠান।[৬]
![]() | |
ধরন | দেশের উপস্থিত আইনের আওতাধীন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান |
---|---|
শিল্প | মুদ্রণ ছাপাখানা, করপোরেশন (সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান), স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি পাবলিক লিমিটেড কোম্পানি |
প্রতিষ্ঠাকাল | ১৯৮৮ |
সদরদপ্তর | গাজীপুর, বাংলাদেশ |
প্রধান ব্যক্তি | মোঃ ফোরকান হোসেন, ব্যবস্থাপনা পরিচালক |
পণ্যসমূহ | ব্যাংকনোট, সরকারি ডাকটিকিট, নিরাপত্তা-বিষয়ক কাগজপত্র |
মাতৃ-প্রতিষ্ঠান | বাংলাদেশ ব্যাংক |
ওয়েবসাইট | http://www.spcbl.org.bd |
২০১৩ সালে এর রজতজয়ন্তী উপলক্ষে প্রতিষ্ঠানটি সীমিত পরিমাণে ২৫ টাকার স্মারক নোট অবমুক্ত করে।[৭][৮][৯]
পণ্যসমূহ
- মুদ্রা, ব্যাংকনোট ও সম্পর্কিত অন্যান্য
- ১ টাকা, ২ টাকা, ২ টাকা দোয়েল, ৫ টাকা
- ৫ টাকা পুরাতন, ৫ টাকায়, ১০ টাকায় পুরনো, ১০ টাকায়
- ১০ টাকা পুরাতন, ১০ টাকা ওডেল ১, ২০ টাকা, ২০ টাকা পুরনো
- ৫০ টাকা, ৫০ টাকা পুরাতন, ৫০ টাকা পুরাতন ১, ৭০ টাকা, ১০০ টাকা এন
- ১০০ টাকা ও, ১০০ টাকা পুরাতন, ১০০ টাকা
- ৫০০ টাকা এন, ৫০০ টাকা ও, ৫০০ টাকা ও, ৫০০ টাকা ও ১
- ১০০০ টাকা বি এন এন, ১০০০ টাকা ও,
- প্রাইজবন্ড, ২৫ টাকা, ৪০ টাকা, ৬০ টাকা,
- অন্যান্য
- ডাক ও রাজস্ব স্ট্যাম্প
- ডাকের খাম
- পোস্টকার্ড
- অ-বিচারিক স্ট্যাম্প
- কোর্টের ফি স্ট্যাম্প
- চেক বই এবং সময়সূচি এবং ব্যক্তিগত ব্যাংকের অন্যান্য নিরাপত্তা আইটেম
- শেয়ার সার্টিফিকেট
- ট্রেজারি বন্ড
- অ্যাকাডেমিক সার্টিফিকেট
- বিড়ি ব্যান্ড রোলস (ট্যাক্স লেবেল)
- স্ট্যাম্প এবং সিগারেট বক্সের জন্য ব্যান্ড (ট্যাক্স লেবেল)
- মিনারেল ওয়াটার এবং নরম পানীয় বোতল (ট্যাক্স লেবেল) জন্য ভেতরে
- টয়লেট সাবান প্যাকেট জন্য ব্যান্ড (ট্যাক্স লেবেল)
- গাড়ির রুট পারমিট, গাড়ির ফিটনেস এবং গাড়ির করের জন্য করের লেবেল
- ওএমআরআর (অপটিক্যাল মার্ক রিডার) ফরম
আরও দেখুন
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.