দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিঃ

বাংলাদেশে ব্যাংকনোট ও সরকারি ডাকটিকিটের প্রধান ছাপাখানা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিঃ

দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিঃ (অর্থ: নিরাপত্তা মুদ্রণ সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান (বাংলাদেশ) লিঃ) হল বাংলাদেশে ব্যাংকনোট ও সরকারি ডাকটিকিটের প্রধান ছাপাখানা।[][][] ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি বাংলাদেশ ব্যাংকের একটি প্রকল্প হিসেবে কার্যক্রম শুরু করে। ১৯৯২ সালের এপ্রিল থেকে, এটি দেশের উপস্থিত আইনের আওতাধীন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে কাজ শুরু করে।[][] এটি আন্তর্জাতিক সরকারি ছাপাখানা সমিতির নিয়মিত সদস্য। নেপালসহ আরও বহু দেশ এর চাররঙা উন্নত ডাকটিকিটের ক্রেতা।[] এটি বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত একটি অতি নিরাপত্তামূলক কেপিআই-১ (এ) (কি পয়েন্ট ইন্সটলেশন) মর্যাদা সম্পন্ন প্রতিষ্ঠান।[]

দ্রুত তথ্য ধরন, শিল্প ...
দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিঃ
ধরনদেশের উপস্থিত আইনের আওতাধীন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান
শিল্পমুদ্রণ ছাপাখানা, করপোরেশন (সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান), স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি পাবলিক লিমিটেড কোম্পানি
প্রতিষ্ঠাকাল১৯৮৮
সদরদপ্তরগাজীপুর, বাংলাদেশ
প্রধান ব্যক্তি
মোঃ ফোরকান হোসেন, ব্যবস্থাপনা পরিচালক
পণ্যসমূহব্যাংকনোট, সরকারি ডাকটিকিট, নিরাপত্তা-বিষয়ক কাগজপত্র
মাতৃ-প্রতিষ্ঠানবাংলাদেশ ব্যাংক
ওয়েবসাইটhttp://www.spcbl.org.bd
বন্ধ

২০১৩ সালে এর রজতজয়ন্তী উপলক্ষে প্রতিষ্ঠানটি সীমিত পরিমাণে ২৫ টাকার স্মারক নোট অবমুক্ত করে।[][][]

পণ্যসমূহ

মুদ্রা, ব্যাংকনোট ও সম্পর্কিত অন্যান্য
  • ১ টাকা, ২ টাকা, ২ টাকা দোয়েল, ৫ টাকা
  • ৫ টাকা পুরাতন, ৫ টাকায়, ১০ টাকায় পুরনো, ১০ টাকায়
  • ১০ টাকা পুরাতন, ১০ টাকা ওডেল ১, ২০ টাকা, ২০ টাকা পুরনো
  • ৫০ টাকা, ৫০ টাকা পুরাতন, ৫০ টাকা পুরাতন ১, ৭০ টাকা, ১০০ টাকা এন
  • ১০০ টাকা ও, ১০০ টাকা পুরাতন, ১০০ টাকা
  • ৫০০ টাকা এন, ৫০০ টাকা ও, ৫০০ টাকা ও, ৫০০ টাকা ও ১
  • ১০০০ টাকা বি এন এন, ১০০০ টাকা ও,
  • প্রাইজবন্ড, ২৫ টাকা, ৪০ টাকা, ৬০ টাকা,
অন্যান্য
  • ডাক ও রাজস্ব স্ট্যাম্প
  • ডাকের খাম
  • পোস্টকার্ড
  • অ-বিচারিক স্ট্যাম্প
  • কোর্টের ফি স্ট্যাম্প
  • চেক বই এবং সময়সূচি এবং ব্যক্তিগত ব্যাংকের অন্যান্য নিরাপত্তা আইটেম
  • শেয়ার সার্টিফিকেট
  • ট্রেজারি বন্ড
  • অ্যাকাডেমিক সার্টিফিকেট
  • বিড়ি ব্যান্ড রোলস (ট্যাক্স লেবেল)
  • স্ট্যাম্প এবং সিগারেট বক্সের জন্য ব্যান্ড (ট্যাক্স লেবেল)
  • মিনারেল ওয়াটার এবং নরম পানীয় বোতল (ট্যাক্স লেবেল) জন্য ভেতরে
  • টয়লেট সাবান প্যাকেট জন্য ব্যান্ড (ট্যাক্স লেবেল)
  • গাড়ির রুট পারমিট, গাড়ির ফিটনেস এবং গাড়ির করের জন্য করের লেবেল
  • ওএমআরআর (অপটিক্যাল মার্ক রিডার) ফরম

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.