দিল্লি ফুটবল ক্লাব হল ভারতের দিল্লিভিত্তিক[1] একটি পেশাদার ফুটবল ক্লাব যারা বর্তমানে জাতীয় ক্লাব ফুটবলের দ্বিতীয় ডিভিশন আই-লিগে[2][3] অংশগ্রহণ করে। ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত এই ক্লাবটির বর্তমান মালিক রঞ্জিত বাজাজ। এই দল ২০২২–২৩ আই-লিগ ২ চ্যাম্পিয়ন হয়ে আই-লিগে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছিল।

দ্রুত তথ্য পূর্ণ নাম, সংক্ষিপ্ত নাম ...
দিল্লি এফসি
Thumb
পূর্ণ নামদিল্লি ফুটবল ক্লাব
সংক্ষিপ্ত নামডিএফসি
প্রতিষ্ঠিত১৯৯৪; ৩০ বছর আগে (1994)
মাঠআম্বেদকর স্টেডিয়াম
ধারণক্ষমতা৩৫,০০০
মালিকরঞ্জিত বাজাজ
হেড কোচইয়ান ল
লিগআই-লিগ
দিল্লি প্রিমিয়ার লিগ
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বন্ধ
দ্রুত তথ্য দিল্লি এফসির বিভাগসমূহ, ফুটবল (পুরুষ) ...
দিল্লি এফসির বিভাগসমূহ
ফুটবল
(পুরুষ)
ফুটসাল
(পুরুষ)
ফুটবল
(রিজার্ভ ও অ্যাকাডেমি)
বন্ধ

ইতিহাস

১৯৯৪-এ প্রতিষ্ঠার পর থেকে দিল্লি এফসি নিম্ন ডিভিশনের ফুটবল খেলতে খেলতে ২০০৯-এ ফুটবল দিল্লির সিনিয়র ডিভিশনে সুযোগ পায়, যা বর্তমানে দিল্লি প্রিমিয়ার লিগ নামে পরিচিত।[4][5][6]

২০২০-এর আগস্টে মিনার্ভা অ্যাকাডেমি এফসির মালিক রঞ্জিত বাজাজ দলের দায়িত্ব নেন। তিনি পাঞ্জাব এফসি দলটি রাউন্ডগ্লাস কোম্পানিকে বিক্রি করে দেন ও দিল্লি এফসির ৯০% মালিকানা সত্ত্ব কিনে নেন।[7][8][9]

২০২১ ডুরান্ড কাপ প্রতিযোগিতায় দিল্লি এফসি আইএসএল ক্লাব কেরালা ব্লাস্টার্স এফসিকে হারিয়ে চমক দেয় ও নক-আউটে উত্তীর্ণ হয়।[10][11]

আই-লিগ ২ প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে দিল্লি এফসি এখন আই-লিগ খেলার যোগ্যতা অর্জন করেছে প্রথমবারের জন্য।[12][3][13][14]

মাঠ

Thumb
আম্বেদকর স্টেডিয়াম, দিল্লি

আম্বেদকর স্টেডিয়াম এই দলের মূল ঘরের মাঠ হলেও জওহরলাল নেহেরু স্টেডিয়ামে এই দল বহু ম্যাচ খেলেছে।

সমর্থক

এই দলের মূল সমর্থক গোষ্ঠী হল ডায়নামোজ আল্ট্রাজ। পূর্বে এই দল দিল্লি ডায়নামোজ (বর্তমান ওড়িশা এফসি) দলের সমর্থক গোষ্ঠী ছিল, কিন্তু দিল্লি ডায়নামোজ বিলুপ্ত হবার পর থেকে তারা দিল্লি এফসিকে সমর্থন করে।

স্পনসর ও পোশাক প্রস্তুতকারক

আরও তথ্য সময়কাল, পোশাক প্রস্তুতকারক ...
সময়কাল পোশাক প্রস্তুতকারক শার্ট স্পনসর
২০২১—২০২৩ স্পার্টান
২০২৩ অ্যাস্ট্রো কালারডিজাইন ইন্ডিয়া[15]
২০২৩—বর্তমান নিভিয়া স্পোর্টস
বন্ধ

কর্মকর্তা

আরও তথ্য পজিশন, নাম ...
পজিশন নাম
মালিক ভারত রঞ্জিত বাজার
হেড কোচ ভারত ইয়ান ল
সহকারী কোচ ভারত ইসরাইল গুরুং
গোলকিপিং কোচ ভারত মন্নু রাও
ফিজিও ভারত ভূষণ দাহিকর
বন্ধ

সম্পর্কিত ক্লাব

ফুটসাল

ক্লাবের ফুটসাল দল নিয়মিত এআইএফএফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে[16][17] অংশগ্রহণ করে এবং তারা প্রথম মরসুম অর্থাৎ ২০২১/২২-এর দিল্লি ফুটসাল লিগ সহ[18][19] ফুটসাল ক্লাব চ্যাম্পিয়নশিপের ফাইনালে মহামেডানকে হারিয়ে চ্যাম্পিয়ন ও হয়েছিল।[20][21]

এই সুবাদে তারা প্রথম ভারতীয় ক্লাব হিসেবে এশিয়ান ফুটসাল ক্লাব চ্যাম্পিয়নশিপ খেলার যোগ্যতা অর্জন করেছিল, যদিও পরে চ্যাম্পিয়নশিপটি বাতিল ঘোষিত হয়েছিল।[22][23]

তথ্যসূত্র

আরও পড়ুন

বহিঃসংযোগ

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.