দিনহাটা বিধানসভা কেন্দ্র
পশ্চিমবঙ্গ বিধানসভা কেন্দ্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
পশ্চিমবঙ্গ বিধানসভা কেন্দ্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
দিনহাটা (বিধানসভা কেন্দ্র) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার একটি বিধানসভা কেন্দ্র।
দিনহাটা | |
---|---|
বিধানসভা কেন্দ্র | |
কেন্দ্রের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৬°০৮′ উত্তর ৮৯°২৮′ পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | কোচবিহার |
কেন্দ্র নং. | ৭ |
আসন | খোলা |
লোকসভা কেন্দ্র | ১. কোচবিহার(এসসি) |
নির্বাচনী বছর | ২২১,৬৯১ (২০১১) |
ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে ৭ নং দিনহাটা বিধানসভা কেন্দ্রটি দিনহাটা পৌরসভা, দিনহাটা-২ সিডি ব্লক এবং ভেটাগুড়ি-১, দিনহাটা গ্রাম-১, দিনহাটা গ্রাম-২ এবং পুটিমারি-১ গ্রাম পঞ্চায়েত গুলি দিনহাটা-১ সিডি ব্লকের অন্তর্গত।[1]
দিনহাটা বিধানসভা কেন্দ্রটি ১ নং কোচবিহার লোকসভা কেন্দ্র(এসসি) র অন্তর্গত।[1]
নির্বাচনের বছর | কেন্দ্র | বিধায়ক | রাজনৈতিক দল |
---|---|---|---|
১৯৫১ | দিনহাটা | সতীশ চন্দ্র রায় সিংহ | ভারতীয় জাতীয় কংগ্রেস[2] |
উমেশ চন্দ্র মন্ডল | ভারতীয় জাতীয় কংগ্রেস[2] | ||
১৯৫৭ | ভবানী প্রসন্ন তালুকদার | ভারতীয় জাতীয় কংগ্রেস[3] | |
উমেশ চন্দ্র মন্ডল | ভারতীয় জাতীয় কংগ্রেস[3] | ||
১৯৬২ | কমল গুহ | ফরওয়ার্ড ব্লক[4] | |
১৯৬৭ | কমল গুহ | ফরওয়ার্ড ব্লক[5] | |
১৯৬৯ | অনিমেষ মুখার্জী | ভারতীয় জাতীয় কংগ্রেস[6] | |
১৯৭১ | জগেশ চন্দ্র সরকার | ভারতীয় জাতীয় কংগ্রেস[7] | |
১৯৭২ | জগেশ চন্দ্র সরকার | ভারতীয় জাতীয় কংগ্রেস[8] | |
১৯৭৭ | কমল গুহ | ফরওয়ার্ড ব্লক[9] | |
১৯৮২ | কমল গুহ | ফরওয়ার্ড ব্লক[10] | |
১৯৮৭ | কমল গুহ | ফরওয়ার্ড ব্লক[11] | |
১৯৯১ | কমল গুহ | ফরওয়ার্ড ব্লক[12] | |
১৯৯৬ | কমল গুহ | ফরওয়ার্ড ব্লক (সোশালিস্ট) [13] | |
২০০১ | কমল গুহ | ফরওয়ার্ড ব্লক[14] | |
২০০৬ | অশোক মণ্ডল | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস[15] | |
২০১১ | উদয়ন গুহ | ফরওয়ার্ড ব্লক[16]/তৃণমূল কংগ্রেস |
দিনহাটা ফরওয়ার্ড ব্লকের বিধায়ক উদয়ন গুহ ১ অক্টোবর ২০১১ তে তৃণমূল কংগ্রেসে যোগ দেন।[17][18]
২০১৬ সালের নির্বাচনে, তৃণমূল কংগ্রেসের উদয়ন গুহ সারা ভারত ফরওয়ার্ড ব্লকের নিকটতম প্রতিদ্বন্দ্বী অক্ষয় ঠাকুরকে পরাজিত করে।
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
তৃণমূল | উদয়ন গুহ | ১,০০,৭৩২ | ৫৪.৫২ | +৫৪.৫২ | |
সারা ভারত ফরওয়ার্ড ব্লক | অক্ষয় ঠাকুর | ৭৮,৯৩৯ | ৪৪.২২ | -৮.৬৯ | |
বিজেপি | শচীন্দ্র কুমার অধিকারী | ২৫,৫৯৮ | |||
বিএসপি | দেবেন্দ্রনাথ রায় | ৫,৮৪২ | |||
নির্দল | ডাঃ এমডি.ফজল হক | ৪,০১০ | |||
ডব্লুপিআই | অমিনল হক | ২,২২০ | |||
নির্দল | সাবিত্রী বাসুনিয়া | ২,১৭০ | |||
নির্দল | অনিতা বর্মণ | ৭৭৭ | |||
সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া | প্রদীপ রায় | ৭৩০ | |||
নোটা | নোটা | ২,৬১৯ | |||
ভোটার উপস্থিতি | ১,৮৪,১৮৪ | ৮৩.০৮ | |||
ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূল অর্জন করেছে | সুইং | +৭.৪৫ |
দিনহাটা ফরওয়ার্ড ব্লকের বিধায়ক উদয়ন গুহ ১ অক্টোবর ২০১১ তে তৃণমূল কংগ্রেসে যোগ দেন।[17][18]
২০১১ সালের নির্বাচনে, এআইএফবি এর উদয়ন গুহ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নির্দল দল প্রার্থীর ডাঃ এমডি.ফজল হক কে পরাজিত করে।
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
ফরওয়ার্ড ব্লক | অক্ষয় ঠাকুর | ৯৩,০৫০ | ৫০.৫২ | +৭.৪৫ | |
নির্দল | ডাঃ এমডি.ফজল হক | ৬৩,০২৪ | ৩৪.২২ | ||
এনসিপি | অমিয় কুমার বর্মণ | ১৩,০৯৩ | ৭.১১ |
| |
বিএসপি | নিরঞ্জন বর্মন | ৪,১৩৫ | ২.২৫ | ||
বিজেপি | সুধাংশু কুমার রায় | ৩,৯৬৪ | ২.১৫ | ||
নির্দল | চয়ন রায় | ২,৬১০ | |||
ইন্ডিয়ান পিউপিলস ফরওয়ার্ড ব্লক | মায়ামানা খাতুন | ১,৯০৩ | |||
নির্দল | গৌতম বর্মণ | ১,৭৫৩ | |||
জেডি(ইউ) | নারায়ণ বর্মণ | ৬৫ | |||
ভোটার উপস্থিতি | ১,৮৪,১৮৪ | ৮৩.০৮ | |||
তৃণমূল থেকে ফরওয়ার্ড ব্লক অর্জন করেছে | সুইং | +৭.৪৫ |
২০০৬ সালের নির্বাচনে, এআইটিসি'র অশোক মন্ডল তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এআইএফবি'র উদয়ন গুহকে পরাজিত করে
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
তৃণমূল | অশোক মণ্ডল | ৬৬,৭৭৪ | ৪২.৫২ | +৭.৪৫ | |
ফরওয়ার্ড ব্লক | উদয়ন গুহ | ৬৩,১৪৪ | ৩৯.৯২ | ||
নির্দল | হিতেন্দ্র কুমার নাগ | ৬,৩৬২ | ৭.১১ |
| |
ইন্ডিয়ান পিউপিলস ফরওয়ার্ড ব্লক | মকবুল হুসেন সরকার | ৫,৮৪৩ | ২.২৫ | ||
বিএসপি | দেবেন্দ্রনাথ রায় | ২,৮১২ | ২.১৫ | ||
নির্দল | অনারুল শেখ | ১,৬৬৬ | |||
ভোটার উপস্থিতি | ১,৪৬,৬০১ | ৮৩.০৮ | |||
ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূল অর্জন করেছে | সুইং | +৭.৪৫ |
২০০১ সালের নির্বাচনে, এআইএফবি'র কমল গুহ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এআইটিসি'র দীপক সেনগুপ্তকে পরাজিত করে।
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
ফরওয়ার্ড ব্লক | কমল কান্তি গুহ | ৭২,৮৮৭ | ৫৩.০৫% | +৭.৪৫ | |
তৃণমূল | দীপক সেনগুপ্ত | ৫৩,১৬৭ | ৩৮.৭০% | ||
বিজেপি | মদনমোহন গোস্বামী | ৪,৭৬৮ | ৩.৪৭% |
| |
বিএসপি | দেবাশিষ বর্মণ | ২,২৭১ | ১.৬৫% | ||
এনসিপি | জীবন কৃষ্ণ সাহা | ১,৭২৯ | ১.২৬% | ||
নির্দল | দীনেশ চন্দ্র র্কাজি | ১,৪২৪ | ১.০৪% | ||
নির্দল | কবিতা দাস | ১,১৫২ | ০.৮৪% | ||
ভোটার উপস্থিতি | ১,৩৭,৩৯৮ | ৭৮.০৭% | |||
ফরওয়ার্ড ব্লক নির্বাচনী এলাকা ধরে রাখে | সুইং | +৭.৪৫ |
২০০৬ সালের বিধানসভা নির্বাচনে,[15] তৃণমূল কংগ্রেসের অশোক মণ্ডল তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফরওয়ার্ড ব্লকের উদয়ন গুহকে পরাজিত করে। অধিকাংশ বছরে প্রতিযোগিতাগুলিতে বিভিন্ন ধরনের কোণঠাসা করে ছিল কিন্তু শুধুমাত্র বিজয়ী ও রানার্সকে উল্লেখ করা হচ্ছে। কমল গুহ ১৯৭৭ থেকে ২০০১ সাল পর্যন্ত এই আসনটি জিতেছিলেন। ১৯৯৬ সালে তিনি ফরওয়ার্ড ব্লককে তুলে ধরেন, তিনি বিরতির ফরওয়ার্ড ব্লক (সোশালিস্ট) যোগ দেন, যা পরবর্তীকালে মুল পার্টিতে যুক্ত হয়। তিনি ২০০১ সালে তৃণমূল কংগ্রেসের দীপক সেনগুপ্তকে পরাজিত করে প্রতিনিধিত্ব করেন[14] এবং ১৯৯৬ সালে ফরওয়ার্ড ব্লকের প্রতিনিধিত্ব করেন,[13] ১৯৯১ সালে কংগ্রেসের অলোক নন্দী [12] এবং ১৯৮৭ সালে,[11] ১৯৮২ সালে কংগ্রেসের রামকৃষ্ণ পাল[10] এবং অলোক নন্দী ১৯৭৭ সালে কংগ্রেস পরাজিত করেন।[9][20]
কংগ্রেসের জগেশ চন্দ্র সরকার ১৯৭২ সালে[8] এবং ১৯৭১[7] সালে দিনহাটা আসন লাভ করেন। কংগ্রেসের অনিমেষ মুখার্জী ১৯৬৯ সালে জয়ী হন।[6] ফরওয়ার্ড ব্লকের কামাল গুহ ১৯৬৭[5] ও ১৯৬২[4] সালে জয়ী হন। ১৯৫৭ সালে দিনহাটা (এসসি) জন্য দুটি আসন সংরক্ষিত ছিল। ভবানী প্রসন্ন তালুকদার এবং উমেশচন্দ্র মণ্ডল (কংগ্রেস উভয়) বিজয়ী হয়।[3] স্বাধীন ভারতের প্রথম নির্বাচনে ১৯৫১ সালে, সতীশ চন্দ্র রায় সিংহ এবং উমেশচন্দ্র মণ্ডল (কংগ্রেস উভয়ই) দিনহাটা থেকে জয়ী হন।[21]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.