দিন
সময়ের একক, চব্বিশঘণ্টা ব্যাপী উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
সময়ের একক, চব্বিশঘণ্টা ব্যাপী উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
এক দিন হলো সময়ের একটি একক।সূর্য উঠা থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়ার পর থেকে পুনরায় সূর্য উঠা পর্যন্ত সময়কে দিন বলা হয়।
দিবা, দিবস, অহ্ন, অহন, অষ্টপ্রহর, দিনমান
জ্যোতির্বিজ্ঞানে আহ্নিক গতির এক আবর্তন পূর্ণ হতে যে সময় লাগে তা হল একদিন। তবে তা সূর্যের আপেক্ষিকভাবে সংজ্ঞাত হলে সৌরদিন (solar day) যা বার্ষিক গতির কারণে নাক্ষত্র দিনের (sideral day) থেকে একটু লম্বা ও বিভিন্ন ঋতুতে স্বল্প তরতম্যযুক্ত।
(ভাষাগত ভাবে দিনের সূর্যালোকিত অংশ হল "দিন", অন্ধকার ভাগ রাত্রি (রজনী)। সেক্ষেত্র সারা-দিন-রাত বললে তবে পুরো ২৪ ঘণ্টা বোঝায়)
২৪ ঘণ্টায় (৮৬,৪০০ সেকন্ডে) এক দিন ধরা হয়।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.