Remove ads
ধারণাকৃত গ্রহ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
থিয়া (গ্রিক ভাষায়: Θεία) বা অরফেয়াস (গ্রিক ভাষায়: Ορφεύς) হলো সৌরজগতের একটি প্রাচীন গ্রহ (ধারণাকৃত গ্রহ)। ধারণা করা হয় ৪.৫ বিলিয়ন বছর পূর্বে পৃথিবীর সঙ্গে সংঘর্ষ লেগে গ্রহটি ধ্বংস হয়ে যায় এবং পরবর্তীতে সেই ধ্বংসাবশেষ থেকে চাঁদের উৎপত্তি হয়।[১] পৃথিবীর বৃহৎ উপগ্রহ ব্যাখ্যা করার পাশাপাশি, থিয়া হাইপোথিসিস ব্যাখ্যা করতে পারে কারণ পৃথিবীর কোর একটি শরীরের আকারের জন্য প্রত্যাশার চেয়ে বড়। থিয়া মঙ্গল গ্রহের আকারের একটি আর্থ ট্রোজান ছিলো, যার ব্যাস প্রায় ৬,১০২ কিমি (৩,৭৯২ মাইল) পৃথিবী-সূর্য সিস্টেম দ্বারা উপস্থাপিত L4 বা L5 থিয়াকে প্রদক্ষিণ করা হয়েছে বলে অনুমান করা হয়, যেখানে এটি থাকার প্রবণতা থাকবে।
ভৌত বৈশিষ্ট্যসমূহ | |
---|---|
গড় ব্যাসার্ধ | ৬,১০২ কিমি (০.৯৬ পৃথিবী) |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.