Remove ads
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
থিম্ফু জেলা ভুটানের একটি জেলা। এটি ভুটানের ২০টি জেলার অন্যতম জনবহুল জেলা। জেলার প্রধান শহর ও সদরদপ্তর থিম্ফু। থিম্ফু ভুটানের জাতীয় রাজধানী।
থিম্ফু জেলার আয়তন ২০৬৭ বর্গকিলোমিটার। এর উত্তরে চীনের সাথে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, পূর্বে গাসা, পুনাখা ও ওয়াংদুয়ে ফ্রোদাং জেলা, দক্ষিণে দাগানা ও চুখা জেলা, পশ্চিমে চুখা ও পারো জেলা অবস্থিত।
থিম্ফু জেলা ৮টি গিয়োগ এবং একটি শহর (থিম্ফু) নিয়ে গঠিত।
এছাড়া লিংঝি, সোই ও নারো গিয়োগ নিয়ে লিংঝি ডংখাগ (উপজেলা) গঠিত। এটি জেলার একমাত্র উপজেলা। বাকি গিয়োগগুলো সরাসরি জেলার অধীন।[১]
২০০৫ সালে থিম্ফু জেলার জনসংখ্যা ছিল ৯৮,৬৭৬ জন। ২০১৭ সালে জনসংখ্যা বৃদ্ধি পেয়ে হয় ১৩৮,৭৩৬ জন।[২] জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ৬৭.১ জন।
জেলার প্রধান ভাষা হচ্ছেন জংখা; তবে, রাজধানীতে ভুটানের প্রায় প্রতিটি ভাষা মুখোমুখি হতে পারে।[৩]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.