ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষদের তালিকা
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ত্রিপুরা বিধানসভার স্পিকার[1] হলেন ত্রিপুরার বিধানসভার প্রিসাইডিং অফিসার, ভারতের ত্রিপুরা রাজ্যের প্রধান আইন প্রণয়নকারী সংস্থা। সাধারণ নির্বাচনের পর ত্রিপুরা বিধানসভার প্রথম বৈঠকে স্পীকার নির্বাচিত হন বিধানসভার সদস্যদের মধ্য থেকে ৫ বছরের মেয়াদের জন্য। ত্রিপুরা বিধানসভার বর্তমান সদস্যদের মধ্য থেকে স্পিকার নির্বাচন করা হয়। স্পীকারকে তার সদস্যদের একটি কার্যকর সংখ্যাগরিষ্ঠ দ্বারা বিধানসভায় গৃহীত একটি প্রস্তাবের মাধ্যমে পদ থেকে অপসারণ করা যেতে পারে। স্পিকারের অনুপস্থিতিতে, ত্রিপুরা বিধানসভার বৈঠক ডেপুটি স্পিকার সভাপতিত্ব করেন।
ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ | |
---|---|
ত্রিপুরা বিধানসভা | |
সম্বোধনরীতি | মাননীয় (আনুষ্ঠানিক) জনাব স্পিকার (অনানুষ্ঠানিক) |
এর সদস্য | ত্রিপুরা বিধানসভা |
যার কাছে জবাবদিহি করে | ত্রিপুরা সরকার |
বাসভবন | আগরতলা |
নিয়োগকর্তা | ত্রিপুরা বিধানসভার সদস্য |
মেয়াদকাল | ত্রিপুরা বিধানসভার জীবদ্দশায় (পাঁচ বছর সর্বোচ্চ) |
সর্বপ্রথম | উপেন্দ্র কুমার রায় |
নং | প্রতিকৃতি | নাম | নির্বাচনী এলাকা | মেয়াদ[2] | বিধানসভা | দল | |||
---|---|---|---|---|---|---|---|---|---|
১ | উপেন্দ্র কুমার রায় | ১ জুলাই ১৯৬৩ | ১১ জানুয়ারি ১৯৬৭ | ৩ বছর, ১৯৪ দিন | প্রথম | ভারতীয় জাতীয় কংগ্রেস | |||
২ | মণীন্দ্র লাল ভৌমিক | কৈলাশহর | ১৪ মার্চ ১৯৬৭ | ২০ জানুয়ারি ১৯৭২ | ১০ বছর, ৩১৫ দিন | দ্বিতীয় | |||
চণ্ডীপুর | ২৯ মার্চ ১৯৭২ | ২৩ জানুয়ারি ১৯৭৮ | তৃতীয় | ||||||
৩ | সুধন্য দেববর্মা | টাকারজলা | ২৪ জানুয়ারি ১৯৭৮ | ৬ জানুয়ারি ১৯৮৩ | ৪ বছর, ৩৪৭ দিন | চতুর্থ | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) | ||
4 | অমরেন্দ্র শর্মা | ধর্মনগর | ৯ ফেব্রুয়ারি ১৯৮৩ | ৪ ফেব্রুয়ারি ১৯৮৮ | ৪ বছর, ৩৬০ দিন | পঞ্চম | |||
৫ | জ্যোতির্ময় নাথ | কদমতলা | ২৯ ফেব্রুয়ারি ১৯৮৮ | ৭ এপ্রিল ১৯৯৩ | ৫ বছর, ৩৮ দিন | ষষ্ঠ | ভারতীয় জাতীয় কংগ্রেস | ||
৬ | বিমল সিনহা | কামালপুর | ১৪ মে ১৯৯৩ | ২২ সেপ্টেম্বর ১৯৯৫ | ২ বছর, ১৩১ দিন | সপ্তম | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) | ||
৭ | জিতেন্দ্র সরকার | তেলিয়ামুড়া | ১২ অক্টোবর ১৯৯৫ | ১০ মার্চ ১৯৯৮ | ৭ বছর, ১৪৬ দিন | ||||
২৩ মার্চ ১৯৯৮ | ৭ মার্চ ২০০৩ | অষ্টম | |||||||
৮ | রমেন্দ্র চন্দ্র দেবনাথ | যুবরাজনগর | ২০ মার্চ ২০০৩ | ৩ মার্চ ২০০৮ | ১৪ বছর, ৩৫৮ দিন | নবম | |||
১৭ মার্চ ২০০৮ | ৬ মার্চ ২০১৩ | দশম | |||||||
১৫ মার্চ ২০১৩ | ১২ মার্চ ২০১৮ | একাদশ | |||||||
৯ | রেবতী মোহন দাস | প্রতাপগড় | ২৩ মার্চ ২০১৮ | ২ সেপ্টেম্বর ২০২১ | ৩ বছর, ১৬৩ দিন | দ্বাদশ | ভারতীয় জনতা পার্টি | ||
১০ | রতন চক্রবর্তী | খয়েরপুর | ২৪ সেপ্টেম্বর ২০২১ | ১২ মার্চ ২০২৩ | ১ বছর, ১৬৯ দিন | ||||
১১ | বিশ্ববন্ধু সেন | ধর্মনগর | ২৪ মার্চ ২০২৩ | ত্রয়োদশ | |||||
সূত্র:[3][4][5] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.