তেইদে জাতীয় উদ্যান
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
তেইদে জাতীয় উদ্যান (স্প্যানিশ ভাষায় Parque Nacional del Teide, পার্কে নাসিওনাল দেল তেইদে) স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের তেনেরিফের একটি জাতীয় উদ্যান। এর কেন্দ্রে স্পেনের সর্বোচ্চ পর্বত তেইদে পর্বত (৩,৭১৮ মি.) অবস্থিত। এটি আটলান্টিক মহাসাগরের সর্বোচ্চ পর্বত এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম আগ্নেয়গিরি। ২২ জানুয়ারি ১৯৫৪ সালে স্পেন সরকার একে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে। তেইদে জাতীয় উদ্যান স্পেনের সবচেয়ে প্রাচীন ও বৃহৎ জাতীয় উদ্যান। ইউনেস্কো ১৯ জুন, ২০০৭ সালে উদ্যানটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেয়।[১]
তেইদে জাতীয় উদ্যান | |
---|---|
আইইউসিএন বিষয়শ্রেণী II (জাতীয় উদ্যান) | |
![]() তেইদে পর্বত | |
![]() তেনেরিফেতে অবস্থান | |
অবস্থান | তেনেরিফে, স্পেন |
স্থানাঙ্ক | ২৮°১৫′৪৭″ উত্তর ১৬°৩৬′৫৮″ পশ্চিম |
আয়তন | ১৮৯.৯ বর্গ কিমি. |
স্থাপিত | ১৯৫৪ |
দর্শনার্থী | বার্ষিক ৩.৫ মিলিয়ন |
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.