Loading AI tools
বাংলাদেশী গায়ক ও অভিনেতা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
তাহসান রহমান খান (জন্ম ১৮ অক্টোবর ১৯৭৯)[3] যিনি তাহসান নামেই সমধিক পরিচিত, বাংলাদেশের একজন জনপ্রিয় গায়ক, গীতিকার, সুরকার, গিটার বাদক, কী-বোর্ড বাদক, পরিচালক, অভিনেতা, মডেল এবং উপস্থাপক।
তাহসান রহমান খান | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | বাংলাদেশী |
মাতৃশিক্ষায়তন | ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব মিনেসোটা |
পেশা |
|
উচ্চতা | ১.৭৫৩ মিটার (৫ ফুট ৯ ইঞ্চি) |
দাম্পত্য সঙ্গী | রাফিয়াথ রশিদ মিথিলা (বি. ২০০৬; বিচ্ছেদ. ২০১৭)[1] |
সন্তান | আইরা তাহরিম খান (মেয়ে) |
পিতা-মাতা | জিনাতুন নেসা তাহমিদা বেগম (মাতা)[2] |
পুরস্কার | মেরিল প্রথম আলো পুরস্কার (১ বার) |
সঙ্গীত কর্মজীবন | |
ধরন |
|
বাদ্যযন্ত্র | |
লেবেল | |
তাহসানের পৈতৃক নিবাস মুন্সিগঞ্জের বিক্রমপুর। ২০০৬ সালের ৩ আগস্ট তিনি বিয়ে করেন অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলাকে। ২০১৩ সালের ৩০ এপ্রিল তিনি কন্যাসন্তানের বাবা হন। তার মেয়ের নাম আইরা তাহরিম খান।[4][5] ২০১৭ সালের ২০শে জুলাই তাহসান তার স্ত্রী মিথিলার সাথে আসন্ন বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন।[1]
তাহসান পড়াশোনা করেন এ জি চার্চ স্কুলে[3] ও সেন্ট যোসেফ মাধ্যমিক বিদ্যালয়ে।[6] ১৯৯৮ সালে নটর ডেম কলেজ থেকে এইচএসসি পাস করেন।[7] তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে ব্যবসায় প্রশাসনে ব্যাচেলর (মার্কেটিং) ও মাস্টার (ফাইন্যান্স) ডিগ্রী লাভ করেন। ২০০৮ খ্রিষ্টাব্দে তিনি ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিনেসোটা কার্লসন স্কুল অব ম্যানেজমেন্টে ব্র্যান্ড ম্যানেজমেন্টের উপর পড়তে যান[8][9] এবং ২০১০ খ্রিষ্টাব্দে মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রী অর্জন করে দেশে ফিরে আসেন।[10]
তাহসান ইউনিলিভারে ২০০৩ সালের জানুয়ারি থেকে ২০০৪ সালের জানুয়ারি পর্যন্ত কর্মরত ছিলেন। ২০০৬ সালের এপ্রিল থেকে ২০০৮ সালের জুন পর্যন্ত ইস্টার্ন ইউনিভার্সিটিতে প্রভাষক পদে কর্মরত ছিলেন। ২০১০ এর জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্রের মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর রিসার্চ ইন মার্কেটিং এ গবেষণা সহকারী হিসেবে কাজ করেছেন। ২০১০ সালের মে থেকে ২০১৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত তিনি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ বা ইউল্যাব-এ শিক্ষকতা করছেন। ২০১৩ সালের সেপ্টেম্বরে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন তাহসান।
তিনি ছায়ানট থেকে ছয় বছর রবীন্দ্রসংগীত শিখেছেন।[11][12] ১৯৯৮ খ্রিষ্টাব্দে তিনি ও আরো কয়েকজন যুবক মিলে গঠন করেন ব্যান্ডদল ব্ল্যাক, পরবর্তিতে তিনি ব্যন্ড দল থেকে আলাদা হয়ে নিজস্ব ধারার গানে সম্পৃক্ত হন। বিয়ের পর তাহসান, স্ত্রী মিথিলাকে নিয়ে বের করেন নিজস্ব এ্যালবাম। ২০১২ সালে তাহসান গঠন করেন তাহসান অ্যান্ড দ্য সুফিজ নামে নতুন একটি ব্যান্ড।[13][14][15] বাংলামোটরে 'কৃত্যদাসের আবাসে' নামে তার নিজস্ব স্টুডিও রয়েছে।[16][17]
ব্ল্যাক ব্যান্ড ত্যাগ সম্পর্কে তাহসান বলেন,[18]
“ | ব্ল্যাক ব্যান্ডের সবাই এখনো আমার ভালো বন্ধু। আসলে ওঁরা অল্টারনেটিভ রক ধাঁচের গান করতে চেয়েছে। আর আমি স্লো ব্যালেড ধাঁচের গান করি। তাই আমি ওঁদের ইচ্ছাকেই সম্মান জানিয়েছি। নিজের ইচ্ছাকে জোর করে চাপিয়ে দিতে চাইনি। | ” |
২০১২ সালের ২৮ জানুয়ারি তাহসান গঠন করেন তার নতুন ব্যান্ড 'তাহসান অ্যান্ড দ্য সুফিজ'।[19][20][21][22]
গানের নাম | অ্যালবাম | টেলিফিল্ম | সাল |
---|---|---|---|
প্রতিজ্ঞা | বোকা মানুষটা | ||
রোদেলা দুপুর | The Hit Album | ||
ফিরে এসো | Jewel With The Stars | ||
অনন্তকালের পথযাত্রী | Jewel With The Stars | ||
রোদের আচর | Jewel With The Stars 2 | ||
দখিনের জানালা | বন্ধুতা | ||
সে খবর আমি রাখি | পূর্ণতা | ||
কাল্পনিক প্রেম | উৎসর্গ | ||
কে আঁকে অন্য ছবি | কে আঁকে অন্য ছবি | ||
দেহান্ত | Adit Featuring Fatmanz Inc | ||
অগোচরে | থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার | ||
লাইটহাউস | |||
কোথায় আছো | আমাদের গল্প | ||
মেঘের পরে | মনফড়িং এর গল্প | ||
প্রথম প্রেম | মনসুবা জংশন | ||
আঙুল | অপরাজিতা | ||
ওরা এগার জন | চলো বাংলাদেশ | ||
তুই চাইলে | নিমন্ত্রণ | ||
কেন হঠাৎ এলে | নীলপরী নিলাঞ্জনা | ২০১৩ | |
আসমানী | নীলপরী নিলাঞ্জনা | ২০১৩ | |
ঘুণে ঝরা | মিক্সড এ্যালবাম - সমন্বয় | ২০১৩ | |
কোন এক কথা বন্ধু | কথাবন্ধু মিথিলা | ২০১৪ | |
আছো হৃদয়ে | টি২০ বিশ্বকাপ স্পেশাল | ২০১৪ | |
তবু কেন | এডিকশন | ২০১৪ | |
তুমি ছুঁয়ে দিলে মন | চলচ্চিত্র-ছুঁয়ে দিলে মন | ২০১৫ | |
আঁধারবতী | কেয়া পাতার নৌকা | ২০১৫ | |
এসোনা | যাদুঘর প্রোডাকশন | ২০১৫ | |
পরাজিত প্রেম | নদী | ২০১৫ | |
মন কারিগর | ২০১৬ | ||
বলছি শোনো | |||
তাই তোমাকে | |||
সেই মেয়েটা | সেই মেয়েটা | ২০১৬ | |
প্রথম ভালোবেসে | ২০১৬ | ||
ছিলে আমার | কথোপকথন | ২০১৬ | |
তুমি আছো তাই | ২০১৬ | ||
কেউ না জানুক | মন কারিগর | ২০১৭ |
বছর | বিভাগ | মনোনীত কর্ম | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|
২০১৩ | শ্রেষ্ঠ টিভি অভিনেতা (দর্শক জরিপ) | মনসুবা জংশন | মনোনীত | |
২০১৪ | ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম | |||
২০১৫ | কথাবন্ধু মিথিলা | |||
শ্রেষ্ঠ গায়ক | উদ্দেশ্য নেই | |||
২০১৬ | "ছুঁয়ে দিলে মন" (চলচ্চিত্র - ছুঁয়ে দিলে মন) | বিজয়ী | [77] | |
শ্রেষ্ঠ টিভি অভিনেতা (দর্শক জরিপ) | চিনিগুঁড়া প্রেম | মনোনীত | ||
২০১৭ | কথোপকথন | |||
শ্রেষ্ঠ গায়ক | "ছিলে আমার" | |||
২০১৮ | "মোমের দেয়াল" (দূরবীন) | |||
২০১৯ | "একটাই তুমি" |
বছর | মনোনীত কর্ম | বিভাগ | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|
২০১৯ | ১ ঘণ্টার নাটক ও টেলিফিল্মে শ্রেষ্ঠ অভিনেতা - কেন্দ্রীয় চরিত্র | আশ্রয় | মনোনীত | [78] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.