Remove ads
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
তাশখন্দ মেট্রো (উজবেক ভাষায়: 'Toshkent metro, Тошкент метро) উজবেকিস্তানের রাজধানী তাশখন্দকে সেবা প্রদানকারী দ্রুত পরিবহন ব্যবস্থা। বর্তমানে এটি মধ্য এশিয়ার একমাত্র মেট্রো ব্যবস্থা। প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের ৭ম মেট্রো হিসেবে ১৯৭৭ সালে এটি নির্মাণ করা হয়। বর্তমানে এটিতে তিনটি লাইন আছে যাদের মিলিত দৈর্ঘ্য ৩৯.১ কিমি এবং এগুলিতে স্টেশনসংখ্যা ২৯।[১]
গণপরিবহন ব্যবস্থার মানচিত্র |
---|
Tashkent Metro | |
---|---|
| |
সংক্ষিপ্ত বিবরণ | |
মালিকানায় | State ownership |
অবস্থান | Tashkent, Uzbekistan |
পরিবহনের ধরন | Rapid transit |
লাইনের (চক্রপথের) সংখ্যা | 3[১] |
বিরতিস্থলের (স্টেশন) সংখ্যা | 29[১] |
দৈনিক যাত্রীসংখ্যা | 162,200 (average, 2013) |
বাৎসরিক যাত্রীসংখ্যা | 59.2 million (2013)[১] |
চলাচল | |
চালুর তারিখ | 1977 |
পরিচালক সংস্থা | Toshkent Metropoliteni |
একক গাড়ির সংখ্যা | 168[১] |
রেলগাড়ির দৈর্ঘ্য | 4 cars |
কারিগরি তথ্য | |
মোট রেলপথের দৈর্ঘ্য | ৩৬.২ কিমি (২২.৫ মা)[১] |
রেলপথের গেজ | ১,৫২৪ মিলিমিটার (৫ ফুট) |
বিদ্যুতায়ন | 825 V DC (third rail) |
গড় গতিবেগ | ৪৬ কিমি/ঘ (২৯ মা/ঘ) |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.