Loading AI tools
আমেরিকান পেশাদার রেসলার উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
সারোনা মোয়ানা-মারি রেইহার স্নুকা-পোলামালু[৫] (জন্ম: জানুয়ারী ১০, ১৯৭৮)[১] হলেন একজন মার্কিন পেশাদার কুস্তিগির এবং অভিনেত্রী, যিনি বর্তমানে ডাব্লিউডাব্লিউইর সাথে সংযুক্ত রয়েছেন। তিনি ডাব্লিউডাব্লিউই স্ম্যাকডাউন ব্র্যান্ডে তামিনা নামে কুস্তি করেন।[৬]
তামিনা স্নুকা | |
---|---|
জন্ম নাম | সারোনা মোয়ানা-মারি রেইহার স্নুকা |
জন্ম | [১] ভ্যানকুভার, ওয়াশিংটন, মার্কিন যুক্তরাষ্ট্র[২] | ১০ জানুয়ারি ১৯৭৮
দাম্পত্য সঙ্গী | ব্রেন্ডন পোলামালু (বি. ১৯৯৫; বিচ্ছেদ. ২০০৩) |
সন্তান | ২ |
পরিবার | জিমি স্নুকা (বাবা) ডিউস (ভাই) লিয়ানা স্নুকা (বোন) আতা স্নুকা (বোন) |
পেশাদারি কুস্তি ক্যারিয়ার | |
রিংয়ে নাম | সারোনা স্নুকা তামিনা[৩] তামিনা স্নুকা |
কথিত উচ্চতা | ৫ ফুট ৯ ইঞ্চি (১.৭৫ মিটার)[৩] |
কথিত ওজন | ১৭০ পা (৭৭ কেজি)[১] |
কথিত প্রশিক্ষণকেন্দ্র | দ্য প্যাসিফিক আইল্যান্ড[৩] |
প্রশিক্ষক | আফা আনোয়া'ই সিকা আনোয়া'ই |
অভিষেক | ২০০৯[৪] |
২০১৭ সালে, তামিনাসহ আরো কয়েকজন নারী কুস্তিগির মিলে ডাব্লিউডাব্লিউইর ইতিহাসে প্রথম নারী মানি ইন দ্য ব্যাংক ল্যাডার ম্যাচে কুস্তি করেছেন।[৭]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.