তখত শ্রী পাটনা সাহিব
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
তখত শ্রী পাটনা সাহিব, যা তখত শ্রী হরমন্দির জী, পাটনা সাহিব নামেও পরিচিত, হলো শিখদের পাঁচটি তখতের একটি, যেটি ভারতের বিহার রাজ্যের পাটনায় অবস্থিত।
তখত শ্রী পাটনা সাহিব | |
---|---|
বিকল্প নাম | তখত শ্রী হরমন্দির জী, পাটনা সাহিব |
সাধারণ তথ্যাবলী | |
অবস্থা | শিখদের পঞ্চ তখতের একটি |
স্থাপত্যশৈলী | শিখ স্থাপত্যকলা |
ঠিকানা | তখত শ্রী হরমন্দির জী, পাটনা সাহিব, পাটনা, বিহার ৮০০০০৮, ভারত |
স্থানাঙ্ক | ২৫.৫৯৫৯৮২৫৫৮০৩১৬৫° উত্তর ৮৫.২৩০০০১৫২২২০৪২° পূর্ব |
সম্পূর্ণ | ১৮শ শতাব্দী |
সংস্কার | ১৮৩৯ ১৯ নভেম্বর ১৯৫৪ |
সংস্কার ব্যয় | ₹২০,০০,০০০ |
ব্যবস্থাপক | তখত শ্রী হরমন্দির জী, পাটনা সাহিব প্রবন্ধক কমিটি |
Website | |
takhatpatnasahib |
শিখদের দশম গুরু গুরু গোবিন্দ সিং ১৬৬৬ সালের ২২ ডিসেম্বর তারিখে মুঘল সাম্রাজ্যাধীন পাটনায় জন্মগ্রহণ করেন।[1][2] তিনি আনন্দপুর সাহিব শহরে চলে যাওয়ার পূর্বে তার জীবনের প্রাথমিক সময়কাল এখানে অতিবাহিত করেন। গোবিন্দ সিংয়ের জন্মস্থান ছাড়াও পাটনা গুরু নানক এবং গুরু তেগ বাহাদুরের ভ্রমণকৃত স্থান হিসাবে শিখধর্মাব লম্বীদের নিকট সম্মানিত স্থান হিসাবে গণ্য হয়।
১৯শ শতকে মহারাজা রঞ্জিত সিং[3] গুরু গোবিন্দ সিং-এর জন্মস্থানকে চিহ্নিত করার জন্য তখতটির নির্মাণ কাজ শুরু করেন।[4] ১৯৩৪ সালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ হওয়া ভবনটি ১৯৪৮ হতে ১৯৫৭ সালের মধ্যে ২০,০০,০০০ রূপিতে পুনর্নির্মাণ করা হয়।[5]
তখত পাটনা সাহিবের বর্তমান ভারপ্রাপ্ত জথেদার হলেন বলদেব সিং, যাকে ২০২২ সালের ২ ডিসেম্বর অকাল তখতের ভারপ্রাপ্ত জথেদার হরপ্রীত সিং নিয়োগ দান করেন।[6]
টেমপ্লেট:Incomplete list
এটি তখত শ্রী হরমন্দির জি, পাটনা সাহিব প্রবন্ধক কমিটির সভাপতিগণের তালিকা:[12]
কার্যকাল | |||
---|---|---|---|
ক্রমিক | নাম | আরম্ভ | শেষ |
১ | লাখবীর সিং | ১৯৫৬ | ১৯৫৯ |
২ | সুরজিত সিং মাজিথিয়া | ১৯৫৯ | ১৯৬২ |
৩ | বাখশিশ সিং ধীলন | ১৯৬২ | ১৯৬৪ |
৪ | গিয়ান সিং পুরেওয়াল | ১৯৬৪ | ১৯৬৭ |
৫ | জগজিত সিং গ্রিওয়াল | ১৯৬৭ | ১৯৭০ |
৬ | সোহান সিং রাইস | ১৯৭০ | ১৯৭৩ |
(৪) | গিয়ান সিং পুরেওয়াল | ১৯৭৩ | ১৯৭৬ |
৭ | যশোয়ান্ত সিং খোচচার | ১৯৭৬ | ১৯৮০ |
(২) | সুরজিত সিং মাজিথিয়া | ১৯৮০ | ১৯৮২ |
৮ | নিরলেপ কাউর | ১৯৮২ | ১৯৮৪ |
৯ | যোগিন্দর সিং যোগী | ১৯৮৪ | ১৯৯৩ |
১০ | সুরেন্দ্রজিত সিং আহলুওয়ালিয়া | ১৯৯৪ | ২০০০ |
১১ | মাহেন্দের সিং রোমানা | ২০০১ | ২০১২ |
১২ | আর.এস. গান্ধী | ২০১২ | ২০১৫ |
১৩ | আভতার সিং মাক্কার | ফেব্রুয়ারি ২০১৫ | অক্টোবর ২০১৮ |
১৪ | আভতার সিং হিট | অক্টোবর ২০১৮ | ৬ সেপ্টেম্বর ২০২২[13] |
১৫ | জাগজট সিং সোহি (ভারপ্রাপ্ত) |
২০২২ | চলমান[14] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.