ডোভার লেন সংগীত সম্মেলন
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ডোভার লেন সঙ্গীত সম্মেলন কলকাতায় আয়োজিত একটি বার্ষিক হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীত উৎসব। ১৯৫২ সালে দক্ষিণ কলকাতার ডোভার লেন অঞ্চলে এই উৎসবের সূচনা।[১] বর্তমানে অবশ্য সাউদার্ন অ্যাভেনিউয়ের নজরুল মঞ্চে এই উৎসব আয়োজিত হয়। দেশের প্রথম সারির শাস্ত্রীয় সঙ্গীত গায়ক-গায়িকারা এই উৎসবে অংশ নেন। এই ধারার নবীন প্রতিভাদেরও এই উৎসবে অংশগ্রহণের সুযোগ দান করে উৎসাহ দেওয়া হয়।
ডোভার লেন সঙ্গীত সম্মেলন | |
---|---|
তারিখসমূহ | ২২ – ২৬ জানুয়ারি |
অবস্থান (সমূহ) | নজরুল মঞ্চ, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত |
কার্যকাল | ১৯৫২ – বর্তমান |
ওয়েবসাইট | |
প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.