Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ হলো একটি বিলুপ্ত আমেরিকান পেশাদারি কুস্তির প্রমোশন যেটি আটলান্টা, জর্জিয়া তে অবস্থিত ছিলো। টেড টার্নার কোম্পানিটি ১৯৮৮ সালে কেনার আগ পর্যন্ত এটি জিম ক্রকেট প্রোমোশন এর একটি শাখা ছিল। কোম্পানিটি শুরুর বছর গুলোতে ন্যাশনাল রেসলিং অ্যালায়েন্স (এনডাব্লিউএ) থেকে রিক ফ্লেয়ার এবং ডাস্টি রোডস এর মতো তারকা দের কিনে নেয়। এবং কিছু উঠতি তারকা যেমন লেক্স লুগার এবং স্টিং দেরও কিনে নেয়।[৩]
প্রাক্তন নাম | ইউনিভার্সাল রেসলিং কর্পোরেশন (১৯৮৮, ২০০১-২০১৭) |
---|---|
ধরন | ১৯৮৮–১৯৯৬ ব্যক্তিগত (টার্নার ব্রডকাস্টিং সিস্টেম এর অধীনে) ১৯৯৬-২০১৭ ব্যক্তিগত ( টাইম ওয়ার্নার এর অধীনে টার্নার ব্রডকাস্টিং সিস্টেম এর শাখা) |
শিল্প | পেশাদারি কুস্তি ক্রীড়া বিনোদন |
পূর্বসূরী | জর্জিয়া চ্যাম্পিয়নশিপ রেসলিং জিম ক্রকেট প্রমোশন |
উত্তরসূরী | ডাব্লিউডাব্লিউ ব্র্যান্ড টার্নার ব্রডকাস্টিং সিস্টেম |
প্রতিষ্ঠাকাল | অক্টোবর ১১, ১৯৮৮[১] |
প্রতিষ্ঠাতা | টেড টার্নার |
বিলুপ্তিকাল | মার্চ ২৬, ২০০১ (বিলুপ্ত) ডিসেম্বর ১৭, ২০১৭ |
অবস্থা | বিলুপ্ত এবং পুনরায় নাম এওএল টাইম ওয়ার্নার দ্বারা, পরবর্তীতে টার্নার ব্রডকাস্টিং সিস্টেম; সম্পদ সমূহ ডাব্লিউডাব্লিউএফ কর্তৃক কৃত |
সদরদপ্তর | ক্যান্টেনিয়াল টাওয়ার আটলান্টা, জর্জিয়া যুক্তরাষ্ট্র |
বাণিজ্য অঞ্চল | বিশ্বব্যাপী |
পণ্যসমূহ | টেলিভিশন, ইন্টারনেট, বিক্রয় |
কর্মীসংখ্যা | ~১৫০ (মার্চ ১৯৯৮)[২] |
মাতৃ-প্রতিষ্ঠান | টার্নার ব্রডকাস্টিং সিস্টেম (১৯৮৮–১৯৯৬) টাইম ওয়ার্নার (১৯৯৬-২০০১) ওয়ার্নার মিডিয়া (২০০১-২০১৭) ইউনিভার্সাল রেসলিং কর্পোরেশন |
ওয়েবসাইট | WCW at WWE.com |
১৯৯০ সালের দিকে প্রতিষ্ঠানটির নাটকীয়ভাবে ব্যবসায়িক উন্নতি হয় যেখানে বেশিরভাগ অবদান ছিলো প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী এরিক বিশফ এর। এবং জনপ্রিয় ডাব্লিউডাব্লিউএফ তারকা হাল্ক হোগান, রেন্ডি স্যাভেজ, রোডি পাইপার, ডিজেল (কেভিন ন্যাশ) এবং রেজর রেমন (স্কট হল) দের কিনে নেয়। তখন মানডে নিট্রো নামে অনুষ্ঠান ক্যাবল টিভির জন্য চালু করা হয়। যেটির ফলে ডাব্লিউডাব্লিউএফ এর মানডে নাইট র এর সাথে সোমবার রাতের রেটিং যুদ্ধ শুরু হয়। তারা ব্যবসায়ের প্রচারণার অংশ হিসেবে কুস্তিগীরদের নিউ ওয়ার্ল্ড অর্ডার (এনডাব্লিউও) ব্র্যান্ড/স্টেবল চালু করে। এবং হাল্ক হোগান কে দর্শকদের পছন্দের থেকে ভিলেনে রূপান্তর করে। ডাব্লিউসিডাব্লিউ ক্রুসারওয়েট ডিভিশন এর উন্নতি করে এবং জনপ্রিয় করে তোলে। যেটি লুচা লিবারে থেকে অনুপ্রাণিত।[৪][৫]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.