ডলফ জিগলার
আমেরিকান পেশাদার কুস্তিগীর উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
নিকোলাস থিয়েডোর "নিক" নেমেথ[১] (২৭ জুলাই ১৯৮০-)[১][২] হলেন একজন আমেরিকান পেশাদার কুস্তিগির। সে বর্তমানে ডাব্লিউডাব্লিউই এর সাথে চুক্তিবদ্ধ আছে। সেখানে সে তার রিং নাম ডলফ জিগলার হিসেবে কুস্তি লড়েন।
ডলফ জিগলার | |
---|---|
![]() | |
জন্ম | [১][২] Cleveland, Ohio[১][২] | ২৭ জুলাই ১৯৮০
বাসস্থান | ফিনিক্স, অ্যারিজোনা |
পেশাদারি কুস্তি ক্যারিয়ার | |
রিংয়ে নাম | ডলফ জিগলার[৩][৪] Nic Nemeth[১] Nick Nemeth[১] Nicky[১] |
কথিত উচ্চতা | ৬ ফুট ০ ইঞ্চি (১.৮৩ মিটার)[৩][১][২] |
কথিত ওজন | ২১৩ পা (৯৭ কিগ্রাম)[৩][১][২] |
কথিত প্রশিক্ষণকেন্দ্র | হলিউড, ফ্লোরিডা[৩] |
প্রশিক্ষক | ফ্লোরিডা চ্যাম্পিয়নশিপ ট্রেইনার[১] ওহাইও ভ্যালি রেসলিং[১] স্টেভ কেইরন[১] টম পিচার্ড[১] Lance Storm[৫] |
অভিষেক | নভেম্বর ২০০৪[১] |
২০০৪ সালে নেমেথ ডাব্লিউডাব্লিউই এর সাথে চুক্তিবদ্ধ হয় এবং ডেভেলপমেন্টাল টেরিটোরি, ওহাইও ভ্যালি রেসেলিং (OVW) এ অংশগ্রহণ। ২০০৫ সালে তার প্রধান রোস্টারে অভিষেক হয়। তারপরে তাকে পুনরায় ওহাইও ভ্যালি রেসলিং এ পাঠানো হয়। জিগলার দুইবারের ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন, একবারের ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়ন (সাথে দ্য স্প্রিট স্কোয়ার্ড), দুইবারের ডাব্লিউডাব্লিউই আন্তঃমহাদেশীয় চ্যাম্পিয়ন, একবারের ডাব্লিউডাব্লিউই মার্কিন যুক্তরাষ্ট্র চ্যাম্পিয়ন, ২০১২ সালের মিস্টার মানি ইন দ্য ব্যাংক, এবং ২২তম ট্রিপল ক্রাউন চ্যাম্পিয়ন।
চ্যাম্পিয়নশিপ
- ফ্লোরিডা চ্যাম্পিয়নশিপ রেসলিং
- এফসিডাব্লিউ ফ্লোরিডা ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ (২বার) (সাথে ব্রাড আলেন (১) এবং Gavin Spears (১))
- Pro Wrestling Illustrated
- He was ranked #9 of the top 500 singles wrestlers in the "PWI 500" in 2013[৬]
- ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট/ডাব্লিউডাব্লিউই
- ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন (2 times)
- ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়ন (১ বারের) (সাথে স্প্রীট স্কোয়ার্ড)
- ডাব্লিউডাব্লিউই আন্তঃমহাদেশীয় চ্যাম্পিয়ন (২ বারের)
- WWE United States Championship (1 time)
- Money in the Bank (2012 — World Heavyweight Championship contract)
- Twenty Second Triple Crown Champion
- Wrestling Observer Newsletter
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.