টেলিগ্রাফি

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

টেলিগ্রাফি

দূরবার্তা প্রেরণ বা ইংরেজি পরিভাষায় টেলিগ্রাফি হল দূর-দূরান্তে লিখিত বার্তা বা পত্র প্রেরণের এমন একটি পদ্ধতি, যাতে মূল লিখিত পত্রটিকে প্রেরণ না করে সাধারণত তারের মাধ্যমে বার্তাটি পাঠিয়ে দেয়, যাকে তারবার্তা প্রেরণ-ও বলা হয়। তথ্য এবং উপাত্ত প্রেরণের আধুনিক পদ্ধতিগুলি, যেমন ফ্যাক্স, ই-মেইল, কম্পিউটার নেটওয়ার্ক, ইত্যাদিও সামগ্রিকভাবে দূরবার্তা প্রেরণ বিষয়টির অন্তর্গত। দূরবার্তা প্রেরণ করার জন্য যে বিশেষ যন্ত্র ব্যবহার করা হয়, তাকে দূরবার্তা যন্ত্র বা ইংরেজি পরিভাষায় টেলিগ্রাফ বলে।

Thumb
মোর্সের দূরবার্তা যন্ত্র (টেলিগ্রাফ), ১৮৩৭ (ফ্রঁস তেলেকম জাদুঘরের রক্ষিত)
Thumb
মোর্সের দূরবার্তা প্রেরক (টেলিগ্রাফ), ১৮৩৭

বেতার দূরবার্তা প্রেরণ (রেডিও টেলিগ্রাফি) পদ্ধতিতে বার্তা প্রেরণের জন্য বেতার ব্যবহার করা হয়। বেতার দূরবার্তা প্রেরণকে সি ডব্লিউ (CW)-ও বলা হয়। সি ডব্লিউ হচ্ছে কন্টিনিউয়াস ওয়েভের সংক্ষিপ্ত রূপ।

দূরবার্তা যন্ত্র তথা টেলিগ্রাফ যন্ত্রের মাধ্যমে প্রেরিত মোর্স সংকেতে লিখিত বার্তাকে দূরবার্তা বা তারবার্তা (ইংরেজিতে টেলিগ্রাম বা কেবলগ্রাম বা সংক্ষেপে কেবল) বলা হতো। পরবর্তীতে টেলেক্স নেটওয়ার্কের (বিভিন্ন স্থানে রক্ষিত টেলিপ্রিন্টারের নেটওয়ার্ক) মাধ্যমে প্রেরিত দূরবার্তাকে টেলেক্স বার্তা বলা হতো। দূরালাপন যন্ত্র বা টেলিফোনের মাধ্যমে বহুদূরে বা দেশ-বিদেশে কথা বলা সহজলভ্য হওয়ার আগে দূরবার্তা সুবিধা অত্যন্ত জনপ্রিয় ছিল। ব্যবসায়িক যোগাযোগ তো বটেই, টেলিগ্রামের মাধ্যমে এমনকি ব্যবসায়িক দলিল, এবং চুক্তিপত্রও সম্পাদিত হতো। ফ্যাক্সে দূরবার্তার মাধ্যমে প্রেরিত ছবিকে তারচিত্র (Wire picture) বা তার-আলোকচিত্র (wire photo) বলা হতো।

আলোভিত্তিক দূরবার্তা প্রেরণ এবং ধুম্রসংকেত

বৈদ্যুতিক দূরবার্তাপ্রেরণ যন্ত্র

বিদ্যুতিক টেলিগ্রাফ যন্ত্র টমাস আলভার এডিসন কর্তৃক আবিষ্কৃত ৷

Thumb
১৮৪৪ খ্রীস্টাব্দে স্যামুয়েল মোর্স কর্তৃক প্রেরিত যুক্তরাষ্ট্রের প্রথম টেলিগ্রাম :"What hath God wrought?"
Thumb
১৮৯১ খ্রীষ্টাব্দের পৃথিবীব্যাপী বিস্তৃত প্রধান টেলিগ্রাফ সংযোগ
Thumb
সিমেন্সের তৈরি T100 টেলেক্স যন্ত্র

বেতার দূরবার্তাপ্রেরণ

দূরবার্তা যন্ত্রের বিবর্তন

টেলেক্স

Thumb
ব্রিটিশ পুমা টেলেক্স যন্ত্র

টি ডব্লিউ এক্স

ইন্টারনেটের আবির্ভাব

পটপরিবর্তন- টেলিগ্রাফের বদলে ই-মেইল

দলিল পত্রাদি হিসেবে দূরবার্তা

সম্পর্কিত ওয়েব সাইট

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.