টেনেসি নদী
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
টেনেসি নদী (ইংরাজী: Tennessee River) ওহাইও নদীর বৃহত্তম শাখা নদী। [5] এটি প্রায় ৬৫২ মাইল (১,০৪৯ কিমি) দীর্ঘ এবং দক্ষিণ-পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্র-এর টেনেসি উপত্যকায় অবস্থিত। এক সময়ে এই নদীটি চেরোকি নদী নামে পরিচিত ছিল। কারণ চেরোকি বিশেষ করে পূর্ব টেনেসি এবং উত্তর আলাবামা অঞ্চল বরাবর এই নদীটি অবস্থিত। [1] এর বর্তমান নামটি চেরোকির একটি গ্রাম তানাসি থেকে উদ্ভূত হয়েছে।[6]
টেনেসি নদী | |
---|---|
অবস্থান | |
দেশ | যুক্তরাষ্ট্র |
রাজ্য | টেনেসি, আলাবামা, মিসিসিপি, কেনটাকি |
প্রাকৃতিক বৈশিষ্ট্য | |
উৎস | ফ্রেঞ্চ ব্রড এবং হলস্টন নদীর সঙ্গমস্থল, নক্সভিলি |
• স্থানাঙ্ক | ৩৫°৫৭′৩৩″ উত্তর ৮৩°৫১′০১″ পশ্চিম[1] |
• উচ্চতা | ৮১৩ ফু (২৪৮ মি)[2] |
মোহনা | লিভিংস্টোন-এর ওহাইও নদী / পাদুচান, কেনটাকি-র কাছে ম্যাকক্র্যাকেন কাউন্টি |
• স্থানাঙ্ক | ৩৭°০৪′০২″ উত্তর ৮৮°৩৩′৫৩″ পশ্চিম[1] |
• উচ্চতা | ৩০২ ফু (৯২ মি)[3] |
দৈর্ঘ্য | ৬৫২ মা (১,০৪৯ কিমি)[1] |
অববাহিকার আকার | ৪০,৮৭৬ মা২ (১,০৫,৮৭০ কিমি২)[4] |
নিষ্কাশন | |
• গড় | ৭০,৫৭৫ ঘনফুট/সে (১,৯৯৮.৫ মি৩/সে)[4] |
• সর্বোচ্চ | ৫,০০,০০০ ঘনফুট/সে (১৪,০০০ মি৩/সে) |
বর্তমানে নক্সভিলের টেনেসি নামের একটি স্থানে হলস্টন এবং ফ্রেঞ্চ ব্রড নদী মিলিত হয়ে গঠন করেছে এই টেনেসি নদীটি। নক্সভিল থেকে আলাবামায় যাওয়ার আগে এটি প্রবাহিত হয়েছে পূর্ব টেনেসির মধ্য দিয়ে দক্ষিণ-পশ্চিম দিকে ছাত্তানোগায়। আর মাসল শোলস অঞ্চলে পৌঁছোবার আগে এটি প্রবাহিত হয়েছে হান্টসভিলে এবং ডিকাটুর অঞ্চলের মধ্যে দিয়ে। অবশেষে মিসিসিপি-র সাথে রাজ্যের একটি ছোট্ট অংশের সীমান্ত গঠন করার পর আবার টেনেসিতে ফিরে আসে। উত্তর দিকে যাওয়ার পথে টেনেসির দুটি মুখ্য বিভাগ নির্ধারিত হয়: মধ্য এবং পশ্চিম টেনেসি।
টেনেসি–টম্বিগবি ওয়াটারওয়ে হ'ল মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা কর্পস অফ ইঞ্জিনিয়ার্স-এর প্রকল্প। এই প্রকল্পে টম্বিগবি নদীর উপর দিয়ে নৌচলাচল ব্যবস্থা চালু রাখা হয়েছে এবং মোবাইল বন্দরের সাথে একটি সংযোগের মাধ্যমে টেনেসি-আলাবামা-মিসিসিপি সীমানার কাছে টেনেসি নদীতে প্রবেশ করার ব্যবস্থা রাখা হয়েছে। এই জলপথটি টেনেসি, উত্তর আলাবামা এবং উত্তর মিসিসিপি থেকে মেক্সিকো উপসাগর-এর দিকে কয়েক 'শ মাইল নৌচলাচলের দূরত্ব হ্রাস করেছে। টেনেসির গতিপথে চূড়ান্ত অংশটি পশ্চিম দিকে কেন্টাকি হয়ে উত্তর দিকে গিয়ে রাজ্যের বাকি অংশের থেকে জ্যাকসন পারচেজ-কে পৃথক করেছে। অবশেষে কেন্টাকির পাদুচায় এসে এটি ওহাইও নদীতে প্রবাহিত হয়েছে।
টেনেসি ভ্যালি অথরিটি (টিভিএ) প্রকল্প থেকে ১৯৩০ এর দশক থেকে ২০ শতকের সময়কালে নদীতে অসংখ্যবার বাঁধ দেওয়া হয়েছে। টেনেসি নদীর উপর টিভিএর কেন্টাকি বাঁধ এবং কম্বারল্যান্ড নদীর উপর কর্পস অফ ইঞ্জিনিয়ার্সের বার্কলে বাঁধ নির্মাণের ফলে একাধিক হ্রদের বিকাশ ঘটেছে এবং হ্রদের মধ্যে স্থল নামে পরিচিত হয়ে উঠেছে। কেন্টাকিতে অবস্থিত গ্র্যান্ড রিভারস নামের নৌচলাচলযোগ্য খালটি কেন্টাকি হ্রদ এবং বার্কলে হ্রদকে সংযুক্ত করেছে। এই খালটি টেনেসি থেকে ওহাইও নদীর বেশিরভাগ অংশে নদীর চলাচল এবং কম্বারল্যান্ড নদী থেকে মিসিসিপির দিকে চলাচলের ভ্রমণ পথকে সংক্ষিপ্ততর করার সুযোগ করে দিয়েছে। [তথ্যসূত্র প্রয়োজন]
ফরাসী মানচিত্রে এই নদীটি ১৭ তম শতাব্দীর শেষের দিকে "ক্যাকুইনাম্পো" বা "কাসকি" নামে প্রকাশিত হয়েছিল। অষ্টাদশ শতাব্দীর গোড়ার দিকের মানচিত্রগুলিতে এটিকে "কুসেট," "হোগোহেগি," "ক্যালামাকো," এবং "একানসিআপি" ব'লে উল্লেখ করা হত। ১৭৫৫ সালের একটি ব্রিটিশ মানচিত্রে টেনেসি নদীটিকে "চেরাকিদের নদী" হিসাবে দেখানো হয়েছিল।"[7] আঠারো শতকের শেষের দিকে এটি চেরোকির তানাসি নামের একটি গ্রাম থেকে "টেনেসি" নামে পরিচিত হয়ে ওঠে।[6][7]
যেখানে ফ্রেঞ্চ ব্রড নদী হলস্টন নদীর সাথে মিলিত হয়েছে সেই ৬৫২ মাইল পোস্টের কাছ থেকে টেনেসি নদী শুরু হয়েছে। কিন্তু ঐতিহাসিকভাবে এর সূচনাস্থান নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের মতামত ছিল। আঠারো শতকের শেষদিকে লিটল টেনেসি নদীর মুখ (লেনোয়ার সিটিতে) টেনেসি নদীর শুরু হিসাবে বিবেচনা করা হত। উনিশ শতকের বেশিরভাগ সময় জুড়েই টেনেসি নদীকে ক্লিঞ্চ নদীর মুখে (কিংস্টন-এ) শুরু হয়েছিল বলে মনে করা হয়েছিল। টেনেসি জেনারেল অ্যাসেমব্লির ১৮৮৯ সালের ঘোষণায় কিংসপোর্টকে (হলস্টন নদীর তীরে) টেনেসির সূচনা হিসাবে মনোনীত করেছিল। কিন্তু পরের বছর একটি ফেডারেল আইন কার্যকর করা হয় এবং তাতেই অবশেষে বর্তমান স্থানটিকে নদীর উৎস ব'লে স্থির করে দেওয়া হয়।[7]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.