Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
টিআরসি টার্ফ গ্রাউন্ড হল ভারতের জম্মু ও কাশ্মীরে অবস্থিত একটি ফুটবল মাঠ।[3][4] এটির মালিক জম্মু ও কাশ্মীর ফুটবল অ্যাসোসিয়েশন (জেকেএফএ)। বর্তমানে এটি আই-লিগ ক্লাব রিয়াল কাশ্মীর ও জেকেএফএ পেশাদার ফুটবল লিগের বহু ক্লাবের ঘরের মাঠ।[5]
পূর্ণ নাম | সিন্থেটিক টার্ফ ফুটবল স্টেডিয়াম |
---|---|
অবস্থান | শ্রীনগর |
স্থানাঙ্ক | ৩৪°৪′২৭.১৮″ উত্তর ৭৪°৪৯′৩৯.৩৯″ পূর্ব |
মালিক | জম্মু ও কাশ্মীর ফুটবল অ্যাসোসিয়েশন |
ধারণক্ষমতা | ১১,০০০[1] |
উপরিভাগ | কৃত্রিম টার্ফ |
নির্মাণ | |
নির্মিত | ২০১৪ |
পুনঃসংস্কার | ২০১৫ |
ভাড়াটে | |
লোনস্টার কাশ্মীর ফুটবল ক্লাব রিয়াল কাশ্মীর[2] জেকেএফএ পেশাদার লিগ |
স্টেডিয়ামটি ৪.৫ কোটি (৪৫ মিলিয়ন) টাকা ব্যয়ে তৈরি করা হয়েছিল এবং সেপ্টেম্বর ২০১৪ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ উদ্বোধন করেছিলেন।[1]
২০১৭ সালে, সরকার এবং ক্রীড়া মন্ত্রী ইমরান রাজা আনসারি রাতের ম্যাচের অনুমতি দেওয়ার জন্য হাই মাস্ট ফ্লাড লাইটিং সিস্টেম অনুমোদন করেছিলেন।[6]
জম্মু ও কাশ্মীর ফুটবল অ্যাসোসিয়েশন-এর সহযোগিতায় ফ্যানাটিকস গ্রুপ কর্তৃক ২০১৫ সালে প্রথম টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল, যার নাম ছিল ফুটবল ফ্যানাটিকস নকআউট টুর্নামেন্ট।
২০১৫ থেকে এই মাঠটি আই-লিগ ক্লাব রিয়াল কাশ্মীর[7][8] ও আই-লিগ দ্বিতীয় বিভাগ ক্লাব লোনস্টার কাশ্মীর[9][10] ব্যবহার করে।
এছাড়া এটি জেকেএফএ পেশাদার লিগের জন্য ও ব্যবহৃত হয়ে থাকে।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.