ঝালকাঠি সদর উপজেলা
ঝালকাঠি জেলার একটি উপজেলা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ঝালকাঠি সদর বাংলাদেশের ঝালকাঠি জেলার অন্তর্গত একটি উপজেলা।
ঝালকাঠি সদর | |
---|---|
উপজেলা | |
![]() মানচিত্রে ঝালকাঠি সদর উপজেলা | |
স্থানাঙ্ক: ২২°৩৮′২৬.১৬০″ উত্তর ৯০°১১′৫৫.২৪৮″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | বরিশাল বিভাগ |
জেলা | ঝালকাঠি জেলা |
আয়তন | |
• মোট | ১৫৯.৪৬ বর্গকিমি (৬১.৫৭ বর্গমাইল) |
জনসংখ্যা [১] | |
• মোট | ১,৯৪,০২০ |
• জনঘনত্ব | ১,২০০/বর্গকিমি (৩,২০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ১০ ৪২ ৪০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
অবস্থান ও আয়তন
ঝালকাঠী সদর উপজেলার উত্তরে বরিশাল জেলার উজিরপুর উপজেলা, দক্ষিণে নলছিটি উপজেলা, পূর্বে বরিশাল সদর উপজেলা, পশ্চিমে রাজাপুর উপজেলা, কাঠালিয়া উপজেলা ও পিরোজপুর জেলার পিরোজপুর সদর উপজেলা।
ইতিহাস
নামকরণ
অতীতে জেলের জালে কাঠি ব্যবহৃত হতো।জালের কাঠি থেকে ঝালকাঠি শব্দের বিবর্তনের মাধ্যমে আগমন দেখা যায়।
মুক্তিযুদ্ধে ঝালকাঠি সদর
ভৌগোলিক উপাত্ত
ভূপ্রকৃতি
মৃত্তিকা
নদ-নদী
- সুগন্ধা
- বিষখালি
সাংস্কৃতিক বৈশিষ্ঠ্য
ভাষা
উৎসব
- নবান্ন
খেলাধুলা
- হাডুডু
- নৌকা বাইচ
প্রশাসনিক এলাকাসমূহ
ঝালকাঠি সদর উপজেলায় বর্তমানে ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম ঝালকাঠি সদর থানার আওতাধীন।
জনসংখ্যার উপাত্ত
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ঝালকাঠি সদর উপজেলার মোট জনসংখ্যা ২,১৬,৩৪৮ জন। এর মধ্যে পুরুষ ১,০৫,৪৬৮ জন এবং মহিলা ১,১০,৮৮০ জন। মোট পরিবার ৫০,৩১৫টি।[২]
শিক্ষা
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ঝালকাঠি সদর উপজেলার সাক্ষরতার হার ৬৮.৮%।[২]
স্বাস্থ্য
কৃষি
অর্থনীতি
- শিল্প-প্রতিষ্ঠান
যোগাযোগ ব্যবস্থা
- সড়কপথ
- রেলপথ
- নৌপথ
উল্লেখযোগ্য ব্যক্তি
- হযরত কায়েদ ছাহেব হুজুর রহ.(১৯১১-২০০৮) ধর্মীয় ব্যক্তিত্ব
- আমির হোসেন আমু (জন্ম: ১ জানুয়ারি ১৯৪০) - রাজনীতিবিদ।
- অনুপম রাজ(২০০২-বর্তমান) শিক্ষাবিদ
দর্শনীয় স্থান ও স্থাপনা
- নেছারাবাদ কমপ্লেক্স ট্রাস্ট,ঝালকাঠি
- কীর্ত্তিপাশা জমিদার বাড়ি
- ভীমরুলি পেয়ারা বাগান
বিবিধ
আরও দেখুন
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.