জ্যাক বল
ইংরেজ ক্রিকেটার উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
জ্যাকব টিমোথি জ্যাক বল (ইংরেজি: Jake Ball; জন্ম: ১৪ মার্চ, ১৯৯১) নটিংহ্যামশায়ারের ম্যান্সফিল্ডে জন্মগ্রহণকারী বিশিষ্ট ইংরেজ ক্রিকেটার। ইংল্যান্ড ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি। দলে তিনি মূলতঃ ডানহাতি ব্যাটসম্যান হিসেবে খেলে থাকেন। পাশাপাশি ডানহাতে মিডিয়াম পেস বোলিংয়েও পারদর্শী জ্যাক বল। মার্কেট ওয়ারসপে অবস্থিত মেডেন স্কুলে পড়াশোনা করেছেন।[১] তার কাকা ব্রুস ফ্রেঞ্চ ইংল্যান্ডের পক্ষে টেস্ট ক্রিকেটে প্রতিনিধিত্ব করেছেন।
![]() | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ব্যক্তিগত তথ্য | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | জ্যাকব টিমোথি বল | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জন্ম | ম্যান্সফিল্ড, নটিংহ্যামশায়ার, ইংল্যান্ড | ১৪ মার্চ ১৯৯১||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বোলিংয়ের ধরন | ডানহাতি মিডিয়াম | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
সম্পর্ক | ব্রুস ফ্রেঞ্চ (কাকা) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ঘরোয়া দলের তথ্য | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বছর | দল | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০০৯-বর্তমান | নটিংহ্যামশায়ার (জার্সি নং ২৮) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০১৬ | এমসিসি | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ক্রিকইনফো, ২৫ মে ২০১৬ |
প্রারম্ভিক জীবন
সারাংশ
প্রসঙ্গ
জুলাই, ২০১০ সালে অনূর্ধ্ব-১৯ দলের পক্ষে অভিষেক ঘটে তার। সফরকারী শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে নর্দাম্পটনের কাউন্টি গ্রাউন্ড ও স্কারবোরার নর্থ মেরিন রোড গ্রাউন্ডে অনুষ্ঠিত দুই যুব টেস্টে অংশ নেন তিনি।[২] এছাড়াও যুবদের একমাত্র ওডিআই ও যুবদের টুয়েন্টি২০ আন্তর্জাতিকে অংশ নেন।
নটিংহ্যামশায়ারের পক্ষে ২০০৯ সালে প্রো৪০ প্রতিযোগিতায় সাসেক্সের বিপক্ষে লিস্ট এ ক্রিকেটে অভিষেক ঘটে তার। ঐ মৌসুমে একমাত্র খেলায় অংশ নিলেও ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন স্মিথের হ্যাট্রিকে নিজেকে জড়িয়ে ফেলেন। ২০১০ মৌসুমে ক্লাইডেসডেল ব্যাংক ৪০ প্রতিযোগিতায় লিচেস্টারশায়ারের বিপক্ষে অংশ নেন যা তার ঐ মৌসুমের একমাত্র খেলা ছিল।[৩] ২০১১ মৌসুমে চ্যাম্পিয়ন কাউন্টি খেলায় মেরিলেবোন ক্রিকেট ক্লাবের বিপক্ষে আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে তার।[৪] খেলায় পাঁচ ওভার বোলিং করেও তিনি কোন উইকেট পাননি। এছাড়াও, নটিংহ্যামশায়ারের প্রথম ইনিংসে ৪ রান করে হামিদ হাসানের বলে আউট হন তিনি। দ্বিতীয় ইনিংসে ১৬ ওভারে ৩/৭২ লাভসহ অপরাজিত শূন্য রান করেন। ঐ খেলায় ১৭৪ রানে পরাজিত হয়েছিল তার দল।[৫]
ঐ মৌসুমে তার একমাত্র প্রথম-শ্রেণীর খেলায় অংশ নিলেও পরবর্তীকালে কাউন্টি দলের পক্ষে লিস্ট এ ক্রিকেটের আরও পাঁচ খেলায় অংশ নিয়েছিলেন।[৩] অদ্যাবধি ঐ খেলাগুলোয় তিনি ৬ উইকেট সংগ্রহ করেছেন, যার বোলিং গড় ৪২.৩৩ ও সেরা বোলিং পরিসংখ্যান ৩/৩২।[৬] এছাড়াও, ব্যাট হাতে ৪১ রান করেছেন ২০.৫০ গড়ে। তন্মধ্যে সর্বোচ্চ সংগ্রহ ছিল অপরাজিত ১৯।[৭] এছাড়াও, ২০১১ সালে ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত ফ্রেন্ডস প্রভিডেন্ট টি২০ প্রতিযোগিতায় ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে একমাত্র টুয়েন্টি২০ খেলায় অংশ নিয়েছেন তিনি।[৮]
আন্তর্জাতিক ক্রিকেট
মে, ২০১৬ সালে প্রথমবারের মতো ইংল্যান্ড দলে খেলার জন্য মনোনীত হন। হেডিংলিতে অনুষ্ঠিত সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে উদ্বোধনী টেস্টে অংশ নেন।[৯]
তথ্যসূত্র
আরও দেখুন
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.