উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
জেরল্ড জে. ক্যাট্জ (১৪ জুলাই ১৯৩২ - ৭ ফেব্রুয়ারি ২০০২) ছিলেন একজন মার্কিন ভাষাবিজ্ঞানী ও দার্শনিক।
জেরল্ড ক্যাট্জ | |
---|---|
Jerrold Katz | |
জন্ম | জেরল্ড জে. ক্যাট্জ ১৪ জুলাই ১৯৩২ |
মৃত্যু | ৭ ফেব্রুয়ারি ২০০২ ৬৯) নিউ ইয়র্ক সিটি, নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স
মাতৃশিক্ষায়তন | প্রিন্সটন বিশ্ববিদ্যালয় |
ক্যাট্জ ১৯৩২ সালের ১৪ই জুলাই ওয়াশিংটন ডি. সি.তে জন্মগ্রহণ করেন। ১৯৬০ সালে প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করার পর তিনি ১৯৬১ সালে ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অব টেকনোলজির ভাষাবিজ্ঞান বিভাগে গবেষণা সহকারী হিসেবে যোগ দেন। ১৯৬৩ সালে তিনি দর্শন বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে নিয়োগ পান। ১৯৭৫ সাল থেকে তার মৃত্যু পর্যন্ত তিনি নিউ ইয়র্কের সিটি বিশ্ববিদ্যালয়ের দর্শন ও ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন।
Seamless Wikipedia browsing. On steroids.