Loading AI tools
মার্কিন অভিনেত্রী উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
জেন আলেকজান্ডার (জন্ম ২৮ অক্টোবর ১৯৩৯) হলেন একজন মার্কিন লেখিকা, অভিনেত্রী ও ন্যাশনাল এন্ডাউমেন্ট ফর দি আর্টসের সাবেক পরিচালক। তিনি একটি টনি পুরস্কার ও দুটি এমি পুরস্কার বিজয়ী এবং চারটি একাডেমি পুরস্কার ও তিনটি গোল্ডেন গ্লোব পুরস্কারে মনোনীত।
জেন আলেকজান্ডার | |
---|---|
Jane Alexander | |
ন্যাশনাল এন্ডাউমেন্ট ফর দি আর্টসের প্রধান | |
কাজের মেয়াদ অক্টোবর ১৯৯৩ – অক্টোবর ১৯৯৭ | |
রাষ্ট্রপতি | বিল ক্লিনটন |
পূর্বসূরী | জন ফ্রোনমেয়ার |
উত্তরসূরী | ক্যাথরিন হিগিন্স (অভিনয়) |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | জেন কুইগলি ২৮ অক্টোবর ১৯৩৯ বস্টন, ম্যাসাচুসেট্স, মার্কিন যুক্তরাষ্ট্র |
দাম্পত্য সঙ্গী | রবার্ট আলেকজান্ডার (বি. ১৯৬২; বিচ্ছেদ. ১৯৭৪) এডউইন শেরিন (বি. ১৯৭৫; মৃ. ২০১৭) |
সন্তান | ১ |
শিক্ষা | সারা লরেন্স কলেজ |
আলেকজান্ডার ব্রডওয়ে মঞ্চে দ্য গ্রেট হোয়াইট হোপ নাটকে অভিনয় করে ১৯৬৯ সালে মঞ্চনাটকে শ্রেষ্ঠ চরিত্রাভিনেত্রী বিভাগে টনি পুরস্কার অর্জন করেন। তার অন্যান্য ব্রডওয়ে নাটক হল সিক্স আরএমএস রিভ ভু (১৯৭২), দ্য নাইট অব দি ইগুয়ানা (১৯৮৮), দ্য সিস্টার্স রোজেন্সওয়েগ (১৯৯৩) ও অনার (১৯৯৮)। তিনি মোট আটটি টনি পুরস্কারের মনোনয়ন লাভ করেছেন এবং ১৯৯৪ সালে আমেরিকান থিয়েটার হল অব ফেমে তার নাম অন্তর্ভুক্ত হয়েছে।[1]
তিনি দ্য গ্রেট হোয়াইট হোপ নাটকের চলচ্চিত্ররূপে (১৯৭০) অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। এরপর তিনি অল দ্য প্রেসিডেন্ট্স মেন (১৯৭৬) ও ক্রেমার ভার্সাস ক্রেমার (১৯৭৯) চলচ্চিত্রে অভিনয়ের জন্য দুটি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন এবং টেস্টামেন্ট (১৯৮৩) চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে আরেকটি একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। আলেকজান্ডার তার আটটি এমি পুরস্কারের প্রথম মনোনয়ন লাভ করেন এলিনর অ্যান্ড ফ্রাঙ্কলিন (১৯৭৬) মিনি ধারাবাহিকে এলিনর রুজভেল্ট চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে, যে চরিত্রে তাকে ১৮ থেকে ৬০ বছর বয়সী চরিত্রে অভিনয় করতে হয়েছিল। তিনি প্লেইং ফর টাইম (১৯৮০) ও ওয়ার্ম স্প্রিংস (২০০৫)-এ অভিনয় করে দুটি মিনি ধারাবাহিক বা চলচ্চিত্রে সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার অর্জন করেন।
আলেকজান্ডার ১৯৩৯ সালের ২৮শে অক্টোবর ম্যাসাচুসেট্স অঙ্গরাজ্যের বস্টন শহরে জন্মগ্রহণ করেন। তার জন্মনাম জেন কুইগলি। তার মাতা রুথ এলিজাবেথ (বিবাহপূর্ব পিয়ারসন) ছিলেন একজন সেবিকা এবং তার পিতা টমাস বি. কুইগলি ছিলেন একজন অর্থপেডিক শল্যচিকিৎসক।[2] তিনি বস্টনের পার্শ্ববর্তী চেস্টনাট হিলের বিভার কাউন্টি ডে স্কুলে পড়াশোনা করেন। বিদ্যালয়ে থাকাকালীনই তার অভিনয়ের প্রতি আগ্রহ জন্মে।[3]
১৯৬৩ সালে আ থাউজেন্ড ক্লাউনস নাটকে স্যান্ডি ডেনিসের স্থলাভিষিক্ত হয়ে ফিলিস ওয়াইন চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে আলেকজান্ডারের ব্রডওয়ে মঞ্চে অভিষেক ঘটে। তিনি এরপর অল্প কয়েকবার এই চরিত্রে অভিনয় করেন।[4] আলেকজান্ডারের প্রথম আলোচিত সাফল্য আসে ১৯৬৭ সালে ওয়াশিংটন, ডি.সি.র অ্যারিনা স্টেজে হাওয়ার্ড স্যাকলারের দ্য গ্রেট হোয়াইট হোপ নাটকে এলিনর ব্যাকম্যান চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে।[5] তার সহশিল্পী জেমস আর্ল জোন্সের মত তিনিও ব্রডওয়ে মঞ্চে (১৯৬৮) এবং এর চলচ্চিত্ররূপে (১৯৭০) অভিনয় করেন। মঞ্চে কাজের কাজের জন্য মঞ্চনাটকে শ্রেষ্ঠ চরিত্রাভিনেত্রী বিভাগে টনি পুরস্কার অর্জন করেন এবং চলচ্চিত্রে কাজের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[6]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.