জুডি গারল্যান্ড
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
জুডি গারল্যান্ড (ইংরেজি: Judy Garland) একজন মার্কিন গায়িকা ও অভিনেত্রী ছিলেন। তিনি ১৯২২ সালে জন্মগ্রহণ করেন ও ১৯৬৬ সালে মাত্র ৪৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তিনি ১৯৩৯ সালের ধ্রুপদী চলচ্চিত্র দ্য উইজার্ড অব অজ-এ অভিনয় করে বিশ্বজোড়া খ্যাতি পান। পরবর্তীতে এটি পৃথিবী ইতিহাসের সেরা ১০টি চলচ্চিত্রের তালিকায় স্থান পায়।[১] তিনি অস্কারজয়ী অভিনেত্রী লিজা মিনেলির মা।

তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.