শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
জিমি কার্টার
শান্তিতে নোবেল পুরষ্কার বিজয়ী উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
জিমি কার্টার (ইংরেজি: Jimmy Carter; ১ অক্টোবর, ১৯২৪ – ২৯ ডিসেম্বর, ২০২৪[১]) ছিলেন একজন মার্কিন রাজনীতিবিদ, লেখক ও ডেমোক্রেটিক পার্টির সদস্য; যিনি ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৯তম রাষ্ট্রপতির[২] দায়িত্ব পালন করেছেন। তিনি ২০০২ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছিলেন।[৩]
Remove ads
Remove ads
কর্মজীবন
প্রারম্ভিক জীবনে জিমি কার্টার ছিলেন একজন চীনাবাদাম বিক্রেতা। তিনি তার বাড়িতে চীনাবাদামের চাষ করতেন। পরবর্তী জীবনে তিনি রাজনীতিতে প্রবেশ করেন এবং যুক্তরাষ্ট্রের ৩৯তম রাষ্ট্রপতি হন।

রাষ্ট্রপতিকাল
তার রাষ্ট্রপতিকালে ইরান জিম্মি সংকট তৈরী হয়। সেসময় এটি শিরোনামে চলে আসে। ফলে ১৯৮০ সালের রাষ্ট্রপতি নির্বাচনে রিপাবলিকান প্রার্থী রোনাল্ড রেগন-এর কাছে বিপুল ভোটে পরাজিত হন। ২য় বিশ্বযুদ্ধের পর মার্কিন ইতিহাসে প্রথমবার কোনো ক্ষমতাসীন রাষ্ট্রপতির নির্বাচনী পরাজয় ঘটে।
মৃত্যু
কার্টার ২০২৪ সালের ২৯ ডিসেম্বর, জর্জিয়ার প্লেইনসে নিজ বাড়িতে ১০০ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার পুত্র, তৃতীয় জেমস ই. কার্টার দুপুরে তার মৃত্যুর সংবাদ প্রকাশ করেন।[১]
পুরস্কার ও সম্মাননা
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads