শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

জিঙ্ক সালফেট

রাসায়নিক যৌগ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

জিঙ্ক সালফেট
Remove ads

জিঙ্ক সালফেট একটি অজৈব যৌগ, যার রাসায়নিক সংকেত ZnSO4। এটি ঐতিহাসিকভাবে সাদা ভিট্রিওল হিসেবে সুপরিচিত। এটি একটি বর্ণহীন কঠিন পদার্থ যা দ্রবণীয় জিঙ্ক আয়নের সাধারণ উত্‍স। এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার গুরুত্বপূর্ণ ঔষধসমূহের তালিকায় রয়েছে। এই তালিকা হল একটি আদর্শ স্বাস্থ্য কাঠামোর জন্য সবচেয়ে প্রয়োজনীয় ঔষধসমূহের একটি তালিকা। []

দ্রুত তথ্য নামসমূহ, শনাক্তকারী ...
Remove ads

জিঙ্ক সালফেট যে অবস্থার মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় তাতে সাত অণু স্ফটিকের জল থাকে।[] এর রাসায়নিক সংকেত টি হলো ZnSO4•7H2O।

Remove ads

উত্‍পাদন ও বিক্রিয়া

জিঙ্কযুক্ত পদার্থ (ধাতু, খনিজ, অক্সাইড)-এর সঙ্গে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করে জিঙ্ক সালফেট তৈরি করা হয়।[]

বিশেষ ক্ষেত্রে জিঙ্কের সাথে জলীয় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ার মাধ্যমে জিঙ্ক সালফেট উৎপাদন করা হয়ঃ

Zn + H2SO4 + 7 H2O → ZnSO4•7H2O + H2

ফার্মাসিউটিক্যাল গ্রেড জিঙ্ক সালফেট খুবই বিশুদ্ধ জিংক অক্সাইড থেকে উৎপাদিত হয়ঃ

ZnO + H2SO4 + 6 H2O → ZnSO4•7H2O

গবেষণাগারে, কপার (২) সালফেট দ্রবণে কঠিন জিঙ্ক যুক্ত করে এটি প্রস্তুত করা যায়ঃ

Zn + CuSO4 → ZnSO4 + Cu

জিঙ্ক সালফেট ৬৮০ সে. এর বেশি গরম করা হলে, জিঙ্ক সালফেট সালফার ডাই অক্সাইড গ্যাস এবং জিংক অক্সাইড বাষ্প উৎপন্ন করে, এবং উভয়ই বিপজ্জনক।[]

এর দ্রাব্যতা শুধুমাত্র এসিডীয় সমাধানে প্রযোজ্য।

Remove ads

খনিজসমূহ

খনিজ হিসাবে ZnSO4·7H2O গোস্লারাইট হিসাবে পরিচিত। জিঙ্ক সালফেট কতিপয় অন্যান্য গৌণ খনিজ যথা জিঙ্ক মেলান্টেরাইট (Zn,Cu,Fe)SO4·7H2O (গ্লোসারাইট থেকে গাঠনিক ভাবে ভিন্ন) হিসাবে ঘটিত হয়। জিঙ্ক সালফেটের নিম্ন হাইড্রেটসমূহ খুব কমই প্রকৃতি পাওয়া যায়ঃ

  • (Zn,Fe)SO4·6H2O (bianchite ),
  • (Zn,Mg)SO4·4H2O (boyleite), and
  • (Zn,Mn)SO4·H2O (gunningite)

নিরাপত্তা

জিঙ্ক সালফেটের গুঁড়া চোখের জন্য যন্ত্রণাদায়ক। এটির সামান্য পরিমাণে আহার নিরাপদ বিবেচনা করা হয়, এবং জিঙ্ক সালফেট অপরিহার্য জিঙ্কের একটি উৎস হিসাবে পশু খাদ্যে যোগ করা হয়। এটি অতিরিক্ত আহারের ফলে পেট তীব্র পীড়া দিত পারে।[]

তথ্যসূত্র

Loading content...
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads