Loading AI tools
বিহারের একটি জেলা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
জামুই জেলা হল ভারতের বিহার রাজ্যের ৩৮টি জেলার অন্যতম। ১৯৯১ সালের ২১ ফেব্রুয়ারি মুঙ্গের জেলা ভেঙে এই জেলা গঠিত হয়। এই জেলাটি বর্তমানে মাওবাদী-উপদ্রুত জেলা।
জামুই জেলা | |
---|---|
বিহারের জেলা | |
বিহারে জামুইয়ের অবস্থান | |
দেশ | ভারত |
রাজ্য | বিহার |
প্রশাসনিক বিভাগ | মুঙ্গের |
সদরদপ্তর | জামুই |
সরকার | |
• লোকসভা কেন্দ্র | জামুই |
আয়তন | |
• মোট | ৩,১২২ বর্গকিমি (১,২০৫ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১৭,৫৬,০৭৪ |
• জনঘনত্ব | ৫৬০/বর্গকিমি (১,৫০০/বর্গমাইল) |
জনতাত্ত্বিক | |
• সাক্ষরতা | ৬২.১৬% |
• লিঙ্গানুপাত | ৯২১ |
গড় বার্ষিক বৃষ্টিপাত | ১১০২ মিমি |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
জামুই জেলার আয়তন ৩,০৯৮ বর্গকিলোমিটার (১,১৯৬ মা২);[1] যা ইন্দোনেশিয়ার ইয়ামদেনা দ্বীপের সমান।[2] ২০০৬ সালে ভারত সরকারের পঞ্চায়েতি রাজ মন্ত্রক দেশের যে ২৫০টি জেলাকে সর্বাধিক অনগ্রসর ঘোষণা করে, জামুই জেলা তার মধ্যে একটি।[3] এই জেলা অনগ্রসর অঞ্চল অনুদান তহবিল কর্মসূচির অধীনে অনুদান পেয়ে থাকে।[3]
২০১১ সালের জনগণনা অনুসারে, জামুই জেলার জনসংখ্যা ১,৭৫৬,০৭৮;[4] যা গাম্বিয়া রাষ্ট্র[5] বা মার্কিন যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা রাজ্যের সমান।[6] জনসংখ্যার হিসেবে, ভারতে এই জেলার স্থান ২৭৩তম।[4] জেলার জনঘনত্ব ৫৬৭ জন প্রতি বর্গকিলোমিটার (১,৪৭০ জন/বর্গমাইল) ,[4] দশকীয় বৃদ্ধির হার ২০০১-১১ দশকে ২৫.৫৪%,[4] লিঙ্গানুপাতের হার প্রতি ১০০০ পুরুষে ৯২১ জন নারী,[4] সাক্ষরতার হার ৬২.১৬%.[4]
জামুই রেল স্টেশন হল পূর্ব মধ্য রেলের দানাপুর বিভাগের একটি গুরুত্বপূর্ণ স্টেশন। এই লাইনটি হাওড়া-দিল্লি মেন লাইনের মুঘলসরাই-পাটনা রুটের মাধ্যমে ভারতের মহানগরগুলির সঙ্গে যুক্ত। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড এই লাইন বরাবর প্রসারিত।[7][8]
১৯৮৭ সালে জামুই জেলায় নাগি দাম বন্যপ্রাণী অভয়ারণ্য স্থাপিত হয়। এই অভয়ারণ্যের আয়তন ৭.৯ কিমি২ (৩.১ মা২)।[9] ওই বছরই নাকতি দাম বন্যপ্রাণী অভয়ারণ্য স্থাপিত হয়। এই অভয়ারণ্যের আয়তন ৩.৩ কিমি২ (১.৩ মা২)।[9]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.