Remove ads
কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষাবোর্ড বাংলাদেশ (আরবি: وفاق المدارس الدينية بنغلاديش) বাংলাদেশে অবস্থিত সরকার স্বীকৃত একটি কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড।[১] বাংলাদেশের কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড সমূহের মধ্যে এটি সর্বাপেক্ষা নতুন।[২] ২০১৬ সালের ৭ অক্টোবর ফরীদ উদ্দীন মাসঊদের নেতৃত্বে এই বোর্ডটি গঠিত হয় এবং ১৫ অক্টোবর এটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে।[৩] এই বোর্ডের অধীনে ১২০০+ মাদ্রাসা রয়েছে।[৪]
وفاق المدارس الدينية بنغلاديش | |
সংক্ষেপে | দ্বীনিয়া বোর্ড |
---|---|
প্রতিষ্ঠাকাল | ৭ অক্টোবর ২০১৬ |
প্রতিষ্ঠাতা | ফরীদ উদ্দীন মাসঊদ |
প্রতিষ্ঠাস্থান | ঢাকা |
ধরন | কওমি মাদরাসা শিক্ষাবোর্ড |
সদরদপ্তর | 1/বি পশ্চিম হাজিপাড়া, ডিআইটি রোড, রামপুরা, ঢাকা-1219 |
অবস্থান |
|
পরিষেবা | কওমি শিক্ষা ব্যবস্থার উৎকর্ষ সাধন। |
সভাপতি | ফরীদ উদ্দীন মাসঊদ |
মহাসচিব | মোহাম্মদ আলী |
সহ-সভাপতি | ড. মুশতাক আহমদ |
সহ-সভাপতি | ইয়াহইয়া মাহমুদ |
প্রধান অঙ্গ | দারুল উলুম দেওবন্দ |
প্রধান প্রতিষ্ঠান | আল হাইআতুল উলয়া |
স্টাফ | মুফতি আবুল কাসেম [মহাপরিচালক] জাকারিয়া সুলাইমান [পরিদর্শক ] মাওলানা এহসানুল্লাহ [হিসাব রক্ষক] |
বোর্ডের বর্তমান শিক্ষা ব্যবস্থা তিনটি পর্যায়ে বিভক্ত।[তথ্যসূত্র প্রয়োজন]
বর্তমানে বোর্ডের অধীনে নিম্নোক্ত কেন্দ্রীয় পরীক্ষা সমূহ অনুষ্ঠিত হয় :[৫]
বোর্ডের অধীনে এক সহস্রাধিক মাদ্রাসা রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য :[৫]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.