জাজিরা পৌরসভা

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

জাজিরা পৌরসভা বাংলাদেশের শরীয়তপুর জেলার অন্তর্গত জাজিরা উপজেলার একটি পৌরসভা। এটি বাংলাদেশের পৌরসভাগুলোর মধ্যে ‘’গ’’ শ্রেণীভুক্ত একটি পৌরসভা।[১]

দ্রুত তথ্য জাজিরা পৌরসভা, দেশ ...
বন্ধ

অবস্থান

==প্রশাসনিক এলাকা==জাজিরা পুরান বাজার

ইতিহাস

নাগরিক সুবিধার বৃদ্ধির ধারাবাহিকতায় জাজিরা পৌরসভাটি ১৯৯৯ সালের ৭ জুলাই গঠিত হয়।[২]

জনসংখ্যা

জাজিরা পৌরসভার মোট জনসংখ্যা = ২১,৬৯৭ জন। এবং প্রতি বর্গকিলোমিটারে ১০৮৫ জন লোক বাস করে।[৩]

  • নারী = ৮,৫২৭ জন
  • পুরুষ = ৮,৮২৫ জন।

শিক্ষা

এ পৌরসভায় ২টি কলেজ, ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ৫টি প্রাথমিক বিদ্যালয় ও ৭টি কিন্ডারগার্ডেন স্কুল রয়েছে।

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.