Remove ads
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
জর্দান নদী[২] (বিকল্প বানান: জর্ডান নদী; আরবি: نَهْر الْأُرْدُنّ, প্রতিবর্ণীকৃত: নাহার আল-উর্দুন; হিব্রু ভাষায়: נְהַר הַיַּרְדֵּן, নাহার হা-ইয়ার্দেন; সিরীয়: ܢܗܪܐ ܕܝܘܪܕܢܢ), যা শরিয়ত নদী (আরবি: نهر الشريعة, প্রতিবর্ণীকৃত: নাহার আল-শারি’আহ্) নামেও পরিচিত, হলো মধ্যপ্রাচ্যের ২৫১-কিলোমিটার দীর্ঘ (১৫৬ মা) একটি নদী যা মোটামুটিভাবে গালীল সাগরের উত্তর থেকে দক্ষিণদিকে বয়ে চলে মৃত সাগরে গিয়ে পতিত হয়। নদীটির পূর্ব সীমান্তে রয়েছে জর্ডান ও গোলান মালভূমি এবং পশ্চিম সীমান্তে রয়েছে ফিলিস্তিনের পশ্চিম তীর ও ইসরায়েল। জর্ডান ও পশ্চিম তীর উভয়ই নদীটির কাছ থেকে তাদের নাম গ্রহণ করে।
জর্দান নদী | |
---|---|
ব্যুৎপত্তি | ইব্রীয়: ירדן (yardén, “অবতরণকারী”), ירד (yarad, “অবতীর্ণ”) থেকে[১] |
স্থানীয় নাম | আরবি: نهر الأردن, প্রতিবর্ণীকৃত: Nahr al-Urdun হিব্রু ভাষায়: נהר הירדן, Nahar ha-Yarden {{স্থানীয় নামের পরীক্ষক}} ত্রুটি: একাধিক নামের জন্য তালিকাযুক্ত মার্কআপ প্রত্যাশিত (সাহায্য) |
অবস্থান | |
দেশ | জর্ডান, ইসরায়েল, সিরিয়া, ফিলিস্তিন |
অঞ্চল | মধ্যপ্রাচ্য, পূর্ব ভূমধ্যসাগরীয় উপকূল |
জেলা | গালীল |
প্রাকৃতিক বৈশিষ্ট্য | |
উৎস | |
• অবস্থান | হের্মোনস্থ লেবাননবৈরী পর্বতশ্রেণী, গোলান মালভূমি |
• উচ্চতা | ২,৮১৪ মি (৯,২৩২ ফু) |
মোহনা | মৃত সাগর |
• উচ্চতা | −৪১৬ মি (−১,৩৬৫ ফু) |
দৈর্ঘ্য | ২৫১ কিমি (১৫৬ মা) |
নিষ্কাশন | |
• অবস্থান | মৃত সাগর, জর্দান স্রংস উপত্যকা |
অববাহিকার বৈশিষ্ট্য | |
উপনদী | |
• বামে | Banias River, Dan River, Yarmouk River, Zarqa River |
• ডানে | Hasbani or Snir River, Iyyon Stream |
ইহুদিধর্ম ও খ্রিস্টধর্মে নদীটির বিশেষ তাৎপর্য রয়েছে কেননা বাইবেলে বলা হয়েছে যে ইস্রায়েলীয়রা এই নদী পার হয়েই প্রতিজ্ঞাত দেশে প্রবেশ করেছিল এবং বাপ্তিস্মদাতা যোহন এই নদীতেই নাসরতীয় যীশুকে বাপ্তিস্ম করেছিলেন।[৩]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.