বাংলাদেশের একটি মিলিটারি উচ্চ বিদ্যালয় উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ বাংলাদেশের জয়পুরহাট জেলায় মেয়েদের জন্য স্থাপিত একটি ক্যাডেট কলেজ। বাংলাদেশে ১২টি ক্যাডেট কলেজের মধ্যে এটি সর্বশেষ প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে এটি পরিচালিত হয়। এটি মোট ৫৭ একর (২,৩০,০০০ বর্গমিটার) জায়গার ওপর প্রতিষ্ঠিত। বর্তমানে কলেজের শিক্ষার্থী সংখ্যা মোট ৩২৬ জন।
জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ | |
---|---|
![]() | |
![]() প্রশাসনিক ভবন | |
অবস্থান | |
![]() | |
জয়পুরহাট , , ৫৯০০ | |
স্থানাঙ্ক | ২৫°০৫′৫৪″ উত্তর ৮৯°০০′২৩″ পূর্ব |
তথ্য | |
নীতিবাক্য | শিক্ষাই প্রগতি |
প্রতিষ্ঠাকাল | ১৬ জুলাই ২০০৬ |
বিদ্যালয় বোর্ড | মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী |
ইআইআইএন | ১৩২২২২ |
অধ্যক্ষ | ক্যাপ্টেন মোঃ আরিফুল হক, (এস), এএফডব্লিউ, পিএসসি, বিএন |
অ্যাডজুট্যান্ট | ক্যাপ্টেন মাহাজেবিন খান |
ভাষা | ইংরেজী |
আয়তন | ৫৭ একর (২,৩০,০০০ বর্গমিটার) |
রং | সবুজ |
প্রথম অধ্যক্ষ | মো. আবু সাইদ বিশ্বাস |
ওয়েবসাইট | jgcc.army.mil.bd |
কলেজটি বাংলাদেশের জয়পুরহাট জেলায় অবস্থিত।
কলেজটি ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়।
সহপাঠ্যক্রমিক কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে বেশ কিছু ক্লাব রয়েছে যার কোন একটিতে একজন ক্যডেট অংশগ্রহণ করতে বাধ্য।
অন্যান্য ক্যাডেট কলেজগুলোর মতই বছরে মাত্র একবার এবং শুধুমাত্র সপ্তম শ্রেণীতে ছাত্রী ভর্তি করা হয়। সাধারণত নভেম্বর মাসে বাংলাদেশের প্রধাণ প্রধাণ সংবাদপত্রগুলোতে বিজ্ঞপ্তির মাধ্যমে নির্ধারিত ফর্মে আবেদন পত্র আহবান করা হয়।
ত্রুটিহীন আবেদন পত্র সম্পন্ন প্রার্থীগণকে বাংলা, ইংরেজি, অঙ্ক এবং সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা বিষয়ক চারটি লিখিত পরীক্ষায় অংশ গ্রহণ করতে হয়। উত্তীর্ণ নির্দিষ্ট সংখ্যক প্রার্থীকে মৌখিক ও ডাক্তারী পরীক্ষায় ডাকা হয়। সমস্ত পরীক্ষায় উপযুক্ত বিবেচিতদের মধ্য থেকে সাধারণত প্রথম পঞ্চাশ জন চূড়ান্ত ভাবে নির্বাচিত হয়।
Seamless Wikipedia browsing. On steroids.