জগদ্দল বিধানসভা কেন্দ্র

পশ্চিমবঙ্গ বিধানসভা কেন্দ্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

জগদ্দল বিধানসভা কেন্দ্রmap

জগদ্দল (বিধানসভা কেন্দ্র) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার একটি বিধানসভা কেন্দ্র

দ্রুত তথ্য জগদ্দল, দেশ ...
জগদ্দল
বিধানসভা কেন্দ্র
Thumb
জগদ্দল
জগদ্দল
Thumb
জগদ্দল
জগদ্দল
কেন্দ্রের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৫১′০″ উত্তর ৮৮°২৩′০″ পূর্ব
দেশ ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলাউত্তর চব্বিশ পরগনা
কেন্দ্র নং.১০৬
আসনখোলা
লোকসভা কেন্দ্র১৫. ব্যারাকপুর
নির্বাচনী বছর১৭২,২৯৪ (২০১১)
বন্ধ

এলাকা

ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে, ১০৬ নং জগদ্দল বিধানসভা কেন্দ্রটি ১৮ থেকে ৩৫ নং ওয়ার্ড গুলি ভাটপাড়া পৌরসভা এবং কৌগাছি-১, কৌগাছি-২, মামুদপুর এবং পানপুর-কেউটিয়া গ্রাম পঞ্চায়েত গুলি ব্যারাকপুর-১ সমষ্টি উন্নয়ন ব্লক এর অন্তর্গত।[1]

জগদ্দল বিধানসভা কেন্দ্রটি ১৫ নং ব্যারাকপুর লোকসভা কেন্দ্র এর অন্তর্গত।[1]

বিধানসভার বিধায়ক

আরও তথ্য নির্বাচনের বছর, কেন্দ্র ...
নির্বাচনের
বছর
কেন্দ্রবিধায়করাজনৈতিক দল
১৯৭৭জগদ্দলনীহার বসুসারা ভারত ফরওয়ার্ড ব্লক[2]
১৯৮২নীহার বসুসারা ভারত ফরওয়ার্ড ব্লক [3]
১৯৮৭নীহার বসুসারা ভারত ফরওয়ার্ড ব্লক [4]
১৯৯১নীহার বসুসারা ভারত ফরওয়ার্ড ব্লক [5]
১৯৯৬অনয় গোপাল সিনহাভারতীয় জাতীয় কংগ্রেস[6]
২০০১হরিপদ বিশ্বাসসারা ভারত ফরওয়ার্ড ব্লক [7]
২০০৬হরিপদ বিশ্বাসসারা ভারত ফরওয়ার্ড ব্লক [8]
২০১১পরশ দত্তসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস [9]
বন্ধ

নির্বাচনী ফলাফল

২০১১

২০১১ সালের নির্বাচনে, তৃণমূল কংগ্রেসের পরশ দত্ত তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফরওয়ার্ড ব্লকের হরিপদ বিশ্বাসকে পরাজিত করেন।

আরও তথ্য দল, প্রার্থী ...
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০১১:জগদ্দল কেন্দ্র [9][10]
দল প্রার্থী ভোট % ±%
তৃণমূল পরশ দত্ত ৮৬,৩৮৮ ৫৮.৮০
ফরওয়ার্ড ব্লক হরিপদ বিশ্বাস ৫০,৩৫৬ ৩৪.২৮
বিজেপি দীলিপ মিত্র ৪,২৬৭ ২.৯১
বিএসপি বিমল কৃষ্ণ রায় ২,৬৫৭
নির্দল মুকুল সরকার ১,৩৪২
নির্দল দেবাশিষ দাস ১,০০৭
নির্দল প্রনব কুমার দে ৮৮৪
ভোটার উপস্থিতি ১,৪৬,৯১০ ৮৫.২৭
ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূল অর্জন করেছে সুইং
বন্ধ

১৯৭৭-২০০৬

২০০৬ এবং ২০০১ সালের বিধানসভা নির্বাচনে, ফরওয়ার্ড ব্লকের হরিপদ বিশ্বাস জগদ্দল কেন্দ্র থেকে জয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ২০০৬ সালে বিজেপি'র রাহুল (বিশ্বজিৎ) সিনহাকে পরাজিত [8] এবং ২০০১ সালে তৃণমূল কংগ্রেসের মুকুল রায়কে পরাজিত করেন।[7] অধিকাংশ বছরে প্রতিযোগিতাগুলিতে প্রার্থীদের বিভিন্ন ধরনের কোণঠাসা করে ছিল কিন্তু শুধুমাত্র বিজয়ী ও রানার্সকে উল্লেখ করা হচ্ছে। কংগ্রেসের অনয় গোপাল সিনহা ১৯৯৬ সালে ফরওয়ার্ড ব্লকের নীহার বসুকে পরাজিত করেন। [6] ফরওয়ার্ড ব্লকের নীহার বসু ১৯৯১ সালে কংগ্রেসের অনয় গোপাল সিনহাকে পরাজিত করেন,[11] ১৯৮৭ সালে কংগ্রেসের ননী গোপাল সরকারকে,[4] ১৯৮২ সালে কংগ্রেসের মৃগেন লাহিড়িকে পরাজিত [3] এবং ১৯৭৭ সালে কংগ্রেসের সুধীন ভট্টাচার্য্যকে পরাজিত করেন।[2][12] এর আগে, জগদ্দল কেন্দ্রটি বিদ্যমান ছিল না।

তথ্যসূত্র

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.