ছবির দেশে, কবিতার দেশে বাঙালি লেখক সুনীল গঙ্গোপাধ্যায় রচিত একটি ভ্রমণ কাহিনী।[1] জানুয়ারি, ১৯৯১ সালে কলকাতার আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড থেকে এটি গ্রন্থাগারে প্রকাশিত হয়।
লেখক | সুনীল গঙ্গোপাধ্যায় |
---|---|
অঙ্কনশিল্পী | পূর্ণেন্দু পত্রী |
প্রচ্ছদ শিল্পী | পূর্ণেন্দু পত্রী |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
বিষয় | ভ্রমণ |
ধরন | ভ্রমণকাহনিী |
প্রকাশিত | জানুয়ারি, ১৯৯১ |
প্রকাশক | আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড |
মিডিয়া ধরন | ছাপা (হার্ডকভার) |
পৃষ্ঠাসংখ্যা | ২৬৬ |
আইএসবিএন | ৮-১৭০-৬৬৯৬৩-৩ {{ISBNT}} এ প্যারামিটার ত্রুটি: চেকসাম |
সারাংশ
মূলত ফরাসিদেশকে কেন্দ্র করে রচিত হয়েছে এ-ভ্রমণকাহনিী। বিভিন্ন কবি-শিল্পীদের এই অমরাবতী দেশে একাধিকবার গেছেন সুনীল গঙ্গোপাধ্যায়। ফলে তার পাঁচবারের ভ্রমণ-অভিজ্ঞতার পূজি করে এই বই গঠিত। এখানে গভীর পর্যবেক্ষণের মাধ্যমে ফরাসিদেশের শিল্প-সস্কৃতি-সাহিত্য-ঐতিয্য কাব্যিক বয়ানে ফুটিয়ে তোলা হয়েছে। সুনিল এই ভ্রমণ-সৃতিকথায় মার্গারিট নামে এক ফরাসি বান্ধবীর সাথে তার গভীর অন্তরঙ্গতার অনুপূর্ব কাহনিী বর্ণনা করেছেন। যিনি প্রথমবার আমেরিকা-প্রবাসকালে সার্হচর্য প্রদানের মধ্য দিয়ে সুনিলকে ফরাসীদেশ সম্বন্ধে গভীরভাবে জানতে সাহায্য করেছিলেন। ফলে এ-ভ্রমণকাহিনীতে টুকরো আত্মজীবনীর স্বাদ রয়েছে। অন্যদিকে মার্গারিটের সূত্র ধরে এসেছে আমেরিকার বিটবংশ ও গ্রিনিচ গ্রামের কবিদের সাথে আড্ডার সৃতিকথা; যেখানে ছিলেন অ্যালেন গিন্সবার্গ, পিটার অরলোভস্কি, পল ওঙ্গেল।[2]
গ্যালারি
গ্রন্থে সংযুক্ত চিত্র সমূহ:
- লে ডিজিউনার সুর লে'হারবে (১৮৬২–১৮৬৩); এদুয়ার মানে'র আকা এই বিখ্যাত ছবি ইমপ্রেশনিজ্ম আন্দোলনের গোড়ার দিকে প্রবল নিন্দা মন্দের ঝড় তোলে।
- অলিম্পিয়া (১৮৬৫); এদুয়ার মানে'র আকা এই বিখ্যাত ছবি ইমপ্রেশনিজ্ম আন্দোলনের গোড়ার দিকে প্রবল নিন্দা মন্দের ঝড় তোলে।
- ইমপ্রেশন, সানরাইজ (১৮৭২); ক্লদ মোনে অঙ্কিত ইমপ্রেশন। ইমপ্রেশনিজ্ম আন্দোলনের নামটি এই ছবির প্রসঙ্গেই প্রচলিত হয়ে যায়।
- ক্লদ মোনে বাগানে দাঁড়িয়ে ছবি আঁকছেন; সেই ছবি একেছেন পিয়ের-অগ্যুস্ত রেনোয়া।
- কিশোরী মেয়ে তার চুল আচড়াচ্ছে (১৮৯৪); পিয়ের-অগ্যুস্ত রেনোয়া এই মেয়েটিকে বারবার এঁকেছেন।
- সূর্যালোকে নগ্নমূর্তি (১৮৭৫); পিয়ের-অগ্যুস্ত রেনোয়া। দ্বিতীয় ইমপ্রেশনিস্ট প্রদর্শনীতে দেখাবার সময় সমালোকরা এই ছবি সহ্য করতে পারেিন।
- লা ক্লাসে ডি ড্যান্স (১৮৭১-১৮৭৪); এদ্গার দ্যগা। ১৮৭৪ সালে প্রথম ইমপ্রেশনিস্ট প্রদর্শনীতে দেখানো হয়।
- আত্ম প্রতিকৃতি (১৫১২); লিওনার্দো দা ভিঞ্চি।
- শামবর প্রাসাদ ও সংলগ্ন বাগান, ফ্রান্স।
- শামবর প্রাসাদে রাজকীয় শয্যা, ফ্রান্স।
- এদ্গার দ্যগা'র স্কেচ (১৮৬১); এদুয়ার মানে
- কামিল পিসারো, পল সেজানের প্রতিকৃতি
- আত্ম প্রতিকৃতি, কানে ব্যান্ডেজ (১৮৮৯); ভিনসেন্ট ভ্যান গখ।
আরও দেখুন
- সুনীল গঙ্গোপাধ্যায়ের গ্রন্থতালিকা
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.