চিল্কা হ্রদ
ভারতের ওড়িশা রাজ্যে অবস্থিত একটি ঈষৎলোনা জলের উপহ্রদ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
চিল্কা হ্রদ (ওড়িয়া: ଚିଲିକା ହ୍ରଦ) একটি ঈষৎলোনা জলের উপহ্রদ, যা ভারতের পূর্ব উপকূলের ওড়িশার পুরী, খুরদা ও গঞ্জাম জেলায় বিস্তৃত। চিল্কা হ্রদ সর্বাধিক ১১৬৫ বর্গকিমি এলাকা জুড়ে বিস্তৃত। এটি ভারতের তথা এশিয়ার বৃহত্তম উপকূলীয় লেগুন (উপহ্রদ) [৪][৫] এবং নিউ ক্যালিডোনিয়ান লেগুনের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উপকূলীয় লেগুন।[২][৬] ১৯৮১ সালে চিল্কা হ্রদ ভারতের প্রথম জলাভূমি হিসেবে রামসার সাইটের মর্যাদা লাভ করে।
চিল্কা | |
---|---|
![]() চিল্কা হ্রদে পরিযায়ী পাখি | |
স্থানাঙ্ক | ১৯°৪৩′ উত্তর ৮৫°১৯′ পূর্ব |
হ্রদের ধরন | ঈষৎলোনা |
প্রাথমিক অন্তর্প্রবাহ | ভার্গবী, দয়া, মাকরা, মালাগুনি ও লুনা নদীসহ ৫২ টি স্ট্রিম[১] |
প্রাথমিক বহিঃপ্রবাহ | আরাখাকুদাতে পুরোনো নদীমুখ, সাতপাড়াতে নতুন নদীমুখ; তারপর বঙ্গোপসাগর |
অববাহিকা | ৩,৫৬০ কিমি২ (১,৩৭০ মা২) |
অববাহিকার দেশসমূহ | ভারত |
সর্বাধিক দৈর্ঘ্য | ৬৪.৩ কিমি (৪০.০ মা) |
পৃষ্ঠতল অঞ্চল | min.: ৯০০ কিমি২ (৩৪৭ মা২) max.: ১,১৬৫ কিমি২ (৪৫০ মা২) |
সর্বাধিক গভীরতা | ৪.২ মি (১৩.৮ ফু) |
পানির আয়তন | ৪ কিমি৩ (৩২,০০,০০০ acre⋅ft) |
পৃষ্ঠতলীয় উচ্চতা | 0 – ২ মি (৬.৬ ফু) |
দ্বীপপুঞ্জ | ২২৩ কিমি২ (৮৬ মা২): বাডাকুডা, ব্রেকফারস্ট, হানিমুন, কালিজাই পাহাড়, পাখি দ্বীপ, কন্ঠপন্থ, নলবানা, নুয়াপাদা, সোমোলো এবং সানাকুডা। |
জনবসতি | পুরী এবং সাতপাড়া |
তথ্যসূত্র | [১][২] |
মনোনীত | 1 October 1981 |
সূত্র নং | 229[৩] |
বিবরণ
চিল্কা হ্রদের দৈর্ঘ্য ৬৪.৩ কিমি বা ৪০ মাইল। এর আয়তন শুষ্ক ঋতুতে ৯০০ বর্গকিমি এবং আর্দ্র ঋতুতে ১১৬৫ বর্গকিমি। ভার্গবী, দয়া সহ অনেকগুলি ছোট বড় নদী চিল্কা হ্রদে পতিত হয়েছে। চিল্কা হ্রদে ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় পরিযায়ী পাখিদের সমাবেশ ঘটে। হ্রদটির চারদিকে আছে অনেক ছোট বড় গ্রাম ও শহর। মাছ আহরণের জন্য এই হ্রদকে ঘিরে ১৫০,০০০ জেলে থাকে এবং ১৩২টি গ্রাম আছে।[৭][৮]
একটি সমীক্ষা দেখানো হয়েছে, এই হ্রদে ৪৫ শতাংশ জলজ পাখি,৩২ শতাংশ আন্সেরিফর্মিস বর্গের পাখি এবং ২৩ শতাংশ পানিকাটা পাখি। এর উপহ্রদে ১৪ প্রজাতির শিকারী পাখি আছে। প্রায় ১৫২ প্রজাতির বিরল এবং বিপন্ন ইরাবতী ডলফিন এই হ্রদে বাস করে খবর পাওয়া গেছে।[৯]
গ্যালারি
- স্যানডেরলিং
- তেরেক স্যান্ডপাইপার
- কেন্টিশ প্লবের
- ব্ল্যাক-টেইলড গডউইট
- লিম্বলেস লিজার্ড
- চিল্কাতে নৌকা
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.