চিরাগ ইউনাইটেড ক্লাব কেরালা

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

চিরাগ ইউনাইটেড ক্লাব কেরালা

চিরাগ ইউনাইটেড ক্লাব কেরালা (আগে পরিচিত ছিল ভিভা কেরালা ফুটবল ক্লাব নামে) [] ভারতের কোচিতে অবস্থিত একটি ভারতীয় ফুটবল ক্লাব। [][] ২০০৪ সালে এই ক্লাবটি স্থাপিত হয়। ২০০৭-০৮ মরশুমের আই-লিগে ভিভা কেরালা নবম স্থান অধিকার করে, যার ফলে এই ক্লাবটি আই-লিগ দ্বিতীয় ডিভিশনে নেমে যায়। ২০০৮-০৯ মরশুমে ভিভা কেরালা আই-লিগ দ্বিতীয় ডিভিশন এবং কেরালা রাজ্য লিগে খেলবে। ক্লাবটি ২০১২ সালে বিলুপ্ত হয়ে যায়। []

দ্রুত তথ্য পূর্ণ নাম, ডাকনাম ...
ভিভা কেরালা
Thumb
পূর্ণ নামভিভা কেরালা
ডাকনাম"নীলাপড্ডা"
প্রতিষ্ঠিত৮ আগস্ট, ২০০৪
মাঠজওহরলাল নেহেরু স্টেডিয়াম, কোচি
ধারণক্ষমতা৬০,০০০
সভাপতিপি ভাস্করণ
ম্যানেজারলিয়াকত আলি
কোচশ্রীধরণ
লিগআই-লিগ
২০০৭-০৮নবম (আই-লিগ দ্বিতীয় ডিভিশনে নেমে যায়)
বন্ধ

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.