চিত্রকূট জলপ্রপাত (বিকল্প বানান; চিত্রকোট জলপ্রপাত) হল ইন্দ্রবতী নদীতে ভারতের ছত্তিশগড় রাজ্যের বাস্তার জেলার জগদলপুরের পশ্চিমে অবস্থিত একটি প্রাকৃতিক জলপ্রপাত। এটি জগদলপুরের পশ্চিমে ৩৮ কিলোমিটার (২৪ মাইল) দূরে অবস্থিত।
চিত্রকূট জলপ্রপাত | |
---|---|
चित्रकोट प्रपात | |
অবস্থান | জগদলপুর, ভারত |
স্থানাঙ্ক | ১৯°১২′২৩″ উত্তর ৮১°৪২′০০″ পূর্ব |
ধরন | বৃহৎ খাড়া জলপ্রপাত |
মোট উচ্চতা | ২৯ মিটার (৯৫ ফু) |
ঝরার সংখ্যা | ৩ |
জলপ্রবাহ | ইন্দ্রবতী নদী |
জলপ্রপাতটির উচ্চতা প্রায় ২৯ মিটার (৯৫ ফুট)। [১] [২] এটি ভারতের সর্ববৃহৎ পতন। [৩] বর্ষা মৌসুমে এটির প্রস্থ এবং বিস্তৃত বিস্তারের কারণে এটি প্রায়ই ভারতের নায়াগ্রা জলপ্রপাত বলে পরিচিত। [৪]
তথ্যসূত্র
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.