Remove ads
১৯৯৬ সালের বলিউড চলচ্চিত্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
চাহত (হিন্দি: चाहत, উর্দু: چاہت আকাঙ্ক্ষা) ১৯৯৬ সালের একটি বলিউড চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করেছেন মহেশ ভাট এবং যৌথভাবে প্রযোজনা করেছেন রবিন ভাট ও বিরল লাখিয়া। ছবিতে প্রধান দু'টি চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান ও পূজা ভাট ও খলনায়কের ভূমিকায় আছেন নাসিরুদ্দিন শাহ্। ছবিটি ১৯৯৬ সালের ৬ জুন মুক্তি লাভ করে। শাহরুখ খান অক্টোবর ২০১৩ সালে মহেশ ভাটের কাছ থেকে রেড চিলিজ এন্টারটেইনমেন্টের ব্যানারে এই ছবির স্বত্ব কিনে নেন।[১]
চাহত | |
---|---|
পরিচালক | মহেশ ভাট |
প্রযোজক | রবিন ভাট বিরল লাখিয়া |
রচয়িতা | রবিন ভাট আকাশ খুরানা জাভেদ সিদ্দিকী |
শ্রেষ্ঠাংশে | শাহরুখ খান পূজা ভাট নাসিরুদ্দিন শাহ্ অনুপম খের রম্য কৃষ্ণা |
সুরকার | অনু মালিক |
চিত্রগ্রাহক | অশোক বেহল |
সম্পাদক | ভারত সিং |
পরিবেশক | ভাট প্রোডাকসন্স |
মুক্তি | ৬ জুন, ১৯৯৬ |
স্থিতিকাল | ১৪৬ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.